ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের কোচ হয়ে কত টাকা বেতন পাবেন গম্ভীর

২০২৪ জুলাই ১১ ১২:৪২:২৪
সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের কোচ হয়ে কত টাকা বেতন পাবেন গম্ভীর

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বের সবচেয়ে ধনী ও ক্ষমতাধর ক্রিকেট বোর্ড বিসিসিআই বিষয়টি আগেই নিশ্চিত করেছিল যে রাহুল দ্রাবিড়ের শূন্যস্থান পূরণ করবেন দেশটির ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের ওপেনার গৌতম গম্ভীর।

তবে কোচ হিসেবে নিয়োগ দিলেও এখনও বেতন নিয়ে বোর্ডের সঙ্গে কোনো চুক্তি হয়নি তার। তবে ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করেছে যে দ্রাবিড়ের চেয়েও বেশি বেতন পেতে যাচ্ছেন গম্ভীর।

বেতন নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ নেই গম্ভীরের। কেননা, রোহিত শর্মা ও বিরাট কোহলিরা বোর্ডের কাছ থেকে প্রতি মাসে বেতন বাবদই পেয়ে থাকেন ৭ কোটি রুপির ওপরে। তাছাড়া সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ভারত শিরোপা জেতায় বিসিসিআই বোনাস হিসেবেই দলকে দিয়েছে ১২৫ কোটি রুপি। যেখানে কিনা বিশ্বকাপ জিতে ভারতীয় দল আইসিসির কাছ থেকে পেয়েছে ২১ কোটি রুপি।

তাই এমন বোর্ডের কোচ হিসেবে বেতন নিয়ে কোনো চিন্তার কারণ নেই গম্ভীরের।

এ বিষয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই বিসিসিআইয়ের একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, ‘বেতন ও অন্যান্য বিষয়াদি নিয়ে সমস্যা নেই বোর্ডের। গৌতমের ক্ষেত্রে আরও কিছু বিষয় আলাপের ব্যাপার আছে। বেতনের অঙ্কটা রাহুল দ্রাবিড়ের মতোই হবে।’

ভারতের সদ্য সাবেক কোচ রাহুল দ্রাবিড়ের বেতন নিয়েও একটা ধারণা দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

তাদের দেওয়া তথ্য অনুসারে, দ্রাবিড় ভারতের প্রধান কোচ হিসেবে ১২ কোটি রুপি বেতন পেতেন। এর বাইরে বিদেশ সফরে দৈনিক ২৫০ ডলার ভাতা ও পারফরম্যান্স বোনাস তো থাকছেই। আর সেই অঙ্কটা যে গম্ভীরের ক্ষেত্রে আরও বাড়বে সেটাও জানিয়েছে গণমাধ্যমটি।

তারিক/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে