ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ব্রিটেনের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত আপসানার জয়

২০২৪ জুলাই ০৫ ১১:০৫:৪১
ব্রিটেনের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত আপসানার জয়

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী আপসানা বেগম পপলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে দ্বিতীয়বারের মতো বাজিমাত করেছেন। প্রতিপক্ষকে ১২ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে এ আসনে নির্বাচিত হয়েছেন তিনি।

আপসানার নিকটতম প্রতিদ্বন্দী গ্রীন পার্টির নাটালি পেয়েছেন ৫৯৭৫ ভোট। আপসানার সাবেক স্বামী অপর ব্রিটিশ বাংলাদেশি প্রার্থী এহতেশামুল হক ৪৫৫৪ ভোট পেয়েছেন।

আপসানার জন্ম ও বেড়ে ওঠা টাওয়ার হ্যামলেটসে হলেও তাদের আদি বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। তার বাবা মনির উদ্দিন ছিলেন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর।

জয়ের পর গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে আপসানা বলেন, এই লড়াইয়ে যারা আমার পাশে যারা ছিলেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমি নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষেই কথা বলে যাবো। সেখানে যে বর্বরতা চলছে তার বিরুদ্ধে আমার লড়াই অব্যাহত থাকবে।

তারিক/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে