ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

জনগণের রোষে ট্যাক্স বৃদ্ধি বাতিলের ঘোষণা কেনিয়ার প্রেসিডেন্টের

২০২৪ জুন ২৭ ১০:০১:৪৬
জনগণের রোষে ট্যাক্স বৃদ্ধি বাতিলের ঘোষণা কেনিয়ার প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক : ট্যাক্সের হার বৃদ্ধির সিদ্ধান্ত ফিরিয়ে নিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রাটো। দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ এবং আইনসভায় বিক্ষোভকারীদের হামলার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেন তিনি। খবর রয়টার্সের।

বিক্ষোভকারীদের দমনে উপযুক্ত পদক্ষেপ নেয়ার ঘোষণাও দিয়ে তিনি ট্যাক্স বৃদ্ধির জন্য প্রস্তাবিত অর্থ বিলে সই করবেন না বলে জানিয়েছেন রাটো।

জানা গেছে, কেনিয়াজুড়ে বিক্ষোভকারী ও পুলিশের মাঝে সংঘর্ষে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন।

এক বিবৃতিতে রাটো বলেন, কেনিয়ার জনগণ অর্থ বিল ২০২৪ এর ব্যাপারে তাদের ইচ্ছার কথা জানিয়েছেন এবং তাদের মতামতের সাথে আমিও একমত। আমি অর্থ বিলে সই করবো না এবং এটি বাতিলের দাবি জানাচ্ছি।

তারিক/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে