ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বিশ্বকাপে যে রেকর্ড শুধুই সাকিবের

২০২৪ জুন ১৫ ১৫:৩৭:৫৭
বিশ্বকাপে যে রেকর্ড শুধুই সাকিবের

ক্রীড়া প্রতিবেদক : দেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। তার ভক্তরা তাকে ভালোবেসে ‘রেকর্ড আল হাসান’ বলে ডাকে। ২২ গজে রেকর্ড ভাঙা তার অভ্যাসে পরিণত হয়েছে। এবার প্রথম বাংলাদেশি হিসেবে অনন্য রেকর্ড গড়লেন দেশসেরা এই অলরাউন্ডার।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে অলিখিতভাবে সুপার এইট নিশ্চিত করেছে টাইগাররা। দারুণ এই জয়ের নায়ক সাকিব। চাপের মুখে ব্যাট হাতে লড়েন তিনি। ফিফটিও হাঁকান। সেই সঙ্গে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০টি আন্তর্জাতিক ম্যাচে ফিফটি হাঁকানোর রেকর্ড গড়েন সাকিব।

বিশ্ব-ক্রিকেটে সাকিবই একমাত্র ক্রিকেটার, যিনি ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বিশ্বমঞ্চে ২ হাজার ১৪৯ রান এবং ৯০ উইকেট শিকার করেছেন। তার ধারেকাছেও কেউই নেই।

পাঁচটি ওয়ানডে বিশ্বকাপের লাল-সবুজের জার্সিতে ১ হাজার ৩৩২ রান রানের পাশাপাশি বল হাতে ৪৩ উইকেট শিকার করেছেন তিনি।

অন্যদিকে, সংক্ষিপ্ত ফরম্যাটের নয়টি আসরে খেলে ৮১৭ রান এবং ৪৭ উইকেট শিকার করেছেন সাকিব।

ডাচদের বিপক্ষে ফিফটিতে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০টি আন্তর্জাতিক ম্যাচে ফিফটি হাঁকান তিনি। আর বিশ্বের ১৯তম ক্রিকেটার হিসেবে এই ক্লাবে নাম লেখান তিনি।

ফিফটি হাঁকিয়েও লড়ে যান দেশসেরা এই অলরাউন্ডার। ৪৬ বলে ৬৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি।

তারিক/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে