ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
Sharenews24

এক ফিফটিতে একাধিক মাইলফলক সাকিবের

২০২৪ জুন ১৪ ০০:২৯:৪২
এক ফিফটিতে একাধিক মাইলফলক সাকিবের

ক্রীড়া প্রতিবেদক : সম্প্রতি ব্যাট-বল হাতে ধুঁকছিলেন সাকিব আল হাসান। যার প্রভাব পড়ে ব্যক্তিগত র‌্যাঙ্কিংয়ে। এক সপ্তাহ আগেও টি-টোয়েন্টি ফরম্যাটের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন সাকিব। গত সপ্তাহে দুই ম্যাচে বাজে পারফরম্যান্সের কারণে চার ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমে যান বাংলাদেশের এই সেরা তারকা।

ডাচদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে টাইগারদের হয়ে সর্বোচ্চ ৪৬ বলে ৬৪ রান করেছেন সাকিব। সাকিবের এমন ইনিংস দলের জন্য যেমন স্বস্তির, তেমনি নিজেকে খুঁজে পাওয়ার জন্যও।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ ফিফটি পেয়েছিলেন ২০২২ বিশ্বকাপের আগে ক্রাইস্টচার্চে। সেখানে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন সাকিব।

এরপর ২০ ইনিংস আর ফিফটির দেখা পাননি তিনি। অবশেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৩তম ফিফটি করেছেন ৩৮ বলে, শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬৪ রানে।

আন্তর্জাতিক তিন ফরম্যাটে সবমিলিয়ে সাকিবের ১০০তম ফিফটি। এখন পর্যন্ত ওয়ানডেতে ৫৬ এবং টেস্ট ফরম্যাটে ৩১টি ফিফটি করেছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। এবার সেই হারানো সিংহাসন ফিরে পাওয়ার পালা!

শেয়ারনিউজ, ১৩ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে