ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

নেদারল্যান্ডসের বিরুদ্ধে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

২০২৪ জুন ১৩ ২১:৩১:১২
নেদারল্যান্ডসের বিরুদ্ধে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে নামছে বাংলাদেশ। হঠাৎ নামা বৃষ্টিতে টসে দেরি হয়েছিল।

তবে শেষ পর্যন্ত বৃষ্টি থেমেছে। টসে হেরে বাংলাদেশ আগে ব্যাটিংয়ে নেমেছে। সুপার এইটে যাওয়ার পথ এগিয়ে নিতে হলে আজকের ম্যাচে দুই দলেরই জয় প্রয়োজন।

সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে বৃষ্টির কারণে নির্ধারিত সময় খেলা শুরু হয়নি। ১৫ মিনিট দেরিতে মাঠে গড়াচ্ছে ম্যাচ। বৃষ্টির কারণে কোনো ওভার কাটা যায়নি, ২০ ওভারেরই হচ্ছে ম্যাচ।

সমুদ্রের পাশে মাঠ হওয়াতে এখানে বাতাস একটা বড় ফ্যাক্টর হতে যাচ্ছে। তারওপর হঠাৎ নামা বৃষ্টির কারণে আগে ব্যাটিং পাওয়া বাংলাদেশকে একটু বেশিই সতর্ক থাকতে হতে পারে।

একদিক থেকে গ্রুপ পর্বে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। শ্রীলঙ্কা বা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ কী করতে পারে তা নিয়ে সংশয় ছিল। ওই দুই ম্যাচে অন্তত ফেভারিট ছিল না বাংলাদেশ।

কিন্তু ক্রিজে থাকা নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ ফেভারিট, তাই জয়ের চাপ চলছে। তারপরও সুপার এইটে যেতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের।

যুক্তরাষ্ট্র পর্বের পর কিংসটাউনে এক অপরিচিত মাঠে নামছে বাংলাদেশ। দশ বছর ধরে কোনো আন্তর্জাতিক ম্যাচ না দেখলে স্টেডিয়ামে উইকেট কেমন হবে তা নিয়ে সংশয় রয়েছে।

বাংলাদেশ একাদশ

তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।

নেদারল্যান্ডস একাদশ

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), মাইকেল লেভিট, ম্যাক্স ও'ডাউড, বিক্রম সিং, সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেখট,বাস ডি লিডি, আরিয়ান দত্ত, টিম প্রিঙ্গল, লোগান ফন ভিক, পল ফন মিকেরেন, ভিভ কিংমা ।

শেয়ারনিউজ, ১৩ জুন ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে