ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সাকিবের ধস

২০২৪ জুন ১২ ২০:২০:০৯
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সাকিবের ধস

ক্রীড়া প্রতিবেদক : সম্প্রতি সাকিব আল হাসানের ফর্ম খুবই খারাপ। যার প্রভাব পড়ে ব্যক্তিগত র‌্যাঙ্কিংয়ে। এক সপ্তাহ আগেও টি-টোয়েন্টি ফরম্যাটের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন সাকিব। গত সপ্তাহে দুই ম্যাচে বাজে পারফরম্যান্সের কারণে চার ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমে এসেছেন বাংলাদেশের এই সেরা তারকা।

গত বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজের র‌্যাঙ্কিং নিয়ে দুঃসংবাদ পেয়েছেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব। আজ বুধবার (১২ জুন) আইসিসি পুরুষদের ক্রিকেটার র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক আপডেট প্রকাশ করেছে। যেখানে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে চার ধাপ নেমে গেছেন সাকিব। তার বর্তমান রেটিং ২০৮ পয়েন্ট।

যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপের দুটি ম্যাচে ব্যাট-বলে ব্যর্থ হয়েছেন তিনি। লঙ্কানদের বিপক্ষে ৩ ওভার বল করার পর ব্যাট হাতে ৮ রান করে তিনি ৩০ রানে উইকেটহীন ছিলেন। দুদিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ব্যর্থ হয়েছেন তিনি। বল হাতে এক ওভারে ৬ রান খরচ করে উইকেটহীন ছিলেন তিনি। ব্যাট হাতে ৫০ রানের বেশি করতে পারেননি। যার প্রভাব পড়ে র‌্যাঙ্কিংয়ে।

আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী এবং অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস এই সুযোগে সাকিবের পিছিয়ে যাওয়ার সুযোগে বড় লাফ দিয়েছিলেন। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ এগিয়ে নবীর অবস্থান এক নম্বরে। তার ২৩১ রেটিং পয়েন্ট। অস্ট্রেলিয়ান ক্রিকেটার ২২৫ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

এছাড়া গত সপ্তাহে সাকিবের কাছে শীর্ষস্থান হারানো লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে রাখা হয়েছে তিন নম্বরে। তার রেটিং পয়েন্ট ২১৬। জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা ২১০ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই চার নম্বরে রয়েছেন।

এদিকে বিশ্বকাপের ম্যাচগুলো প্রভাব ফেলেছে বোলারদের র‌্যাঙ্কিংয়ে। দুর্দান্ত পারফরম্যান্সে বোলারদের র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠে এসেছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। তার রেটিং পয়েন্ট ৬৭১। প্রোটিয়া পেসার অ্যানরিচ নরকিয়া চার ধাপ এগিয়ে চার নম্বরে।

আরেক আফগান পেসার ফজল হক ফারুকির উন্নতি হয়েছে। নরকিয়ার অবস্থানও চার নম্বরে, ছয় ধাপ এগিয়ে। দুই জনের রেটিং পয়েন্ট ৬৬২।

অন্যদিকে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে খুব একটা পরিবর্তন হয়নি। আগের মতোই এক নম্বরে রয়েছেন সূর্যকুমার যাদব। দুই নম্বরে আছেন ইংলিশ ক্রিকেটার ফিল সল্ট। পাকিস্তানের দুই ব্যাটসম্যান বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান তিন ও চার নম্বরে অবস্থান পরিবর্তন করেছেন।

৭৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছেন পাকিস্তানি অধিনায়ক। চার নম্বরে এক ধাপ পিছিয়ে আছেন রিজওয়ান। জস বাটলার দুই ধাপ এগিয়ে পাঁচে।

শেয়ারনিউজ, ১২ জুন ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে