ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
Sharenews24

‘পাকিস্তান নিউ ইয়র্কের পিচের চেয়েও বেশি আনপ্রেডিক্টেবল’

২০২৪ জুন ০৯ ২২:১৯:১৭
‘পাকিস্তান নিউ ইয়র্কের পিচের চেয়েও বেশি আনপ্রেডিক্টেবল’

ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেটে বিশ্বে পাকিস্তান দলের আরেক নাম ‘দ্য আনপ্রেডিক্টেবল’। অর্থাৎ পাকিস্তানকে নিয়ে আগে থেকে কোনও পূর্বাভাস দেওয়া যায় না।

জেতা ম্যাচ হেরে যেতে পারে, আবার খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে জয়ের হাসি হাসতে পারে। সবশেষ যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিশ্চিত জেতা ম্যাচ হেরে বসলো সুপার ওভারে।

কিন্তু গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও জিম্বাবুয়ের কাছে হেরে শুরু করা দলটিই কিনা ফাইনালে খেললো। এটাই পাকিস্তান ক্রিকেট দলের চমক।

ভারতের সাবেক ব্যাটিং গ্রেট সুনীল গাভাস্কার এখনই পাকিস্তানকে গণনার বাইরে ধরতে নারাজ। ‘পিএমজি’তে লেখা এক কলামে পাকিস্তানকে নিয়ে হুঁশিয়ারি দিলেন তিনি।

ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘দুই দলের ম্যাচ হলে সবসময় বলা হয় ভারতের ব্যাটার ও পাকিস্তানি বোলারদের লড়াই। ভারত নিঃসন্দেহে ফেভারিট আর পাকিস্তান আনপ্রেডিক্টেবল। এমনকি নিউইয়র্কের পিচের চেয়েও বেশি আনপ্রেডিক্টেবল পাকিস্তান। ওরা কখন কী করবে কেউ ধারণা করতে পারে না।’

নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামের পিচ নিয়ে এবার বিস্তর সমালোচনা হচ্ছে। পিচ বুঝতে গিয়েই ঘাম ছুটছে ক্রিকেটারদের। অসমান বাউন্সে রানের দেখা পাচ্ছেন না ব্যাটাররা।

সম্প্রতি আইসিসি পিচের সংশোধন করে। পিচ রোলিং করে এবং ঘাস তুলে ব্যাটিং বান্ধব করার চেষ্টা করলেও সমাধান হয়নি। নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা ম্যাচই তার প্রমাণ। মাত্র ১০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১২ রানে চার উইকেট হারায় প্রোটিয়ারা।

তবে এই পিচে পাকিস্তানি পেসাররা সুবিধা পেতে পারে মনে করেন গাভাস্কার, ‘নিউইয়র্কের পিচে বল থেমে আসছে। পাকিস্তানের বোলাররা এই সুযোগ কাজে লাগাতে পারে।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওরা যেমন বল করেছে, এর চেয়েও ওদের বোলিং শক্তি অনেক ভালো। ওরা জানে ভারতের বিপক্ষে ভালো বল করে ম্যাচ জেতাতে পারলে স্মরণীয় হয়ে থাকবে।’

শেয়ারনিউজ, ০৯ জুন ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে