ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

উগান্ডা অলআউট ৩৯ রানে, উইন্ডিজের রেকর্ড গড়া জয়

২০২৪ জুন ০৯ ০৯:৫৫:৪২
উগান্ডা অলআউট ৩৯ রানে, উইন্ডিজের রেকর্ড গড়া জয়

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে উগান্ডা তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫৮ রান করেছিল। যা ছিল এই বিশ্বকাপের সর্বনিম্ন দলীয় স্কোর। লজ্জার সেই রেকর্ড নিজেরাই ভাঙলো আফ্রিকা অঞ্চলের দলটি।

বাংলাদেশ সময় রোববার (০৯ জুন) সকালে ওয়েস্ট ইন্ডিজের করা ১৭৩ এর জবাবে উগান্ডা অলআউট হয়েছে ৩৯ রানে। স্বাগতিক উইন্ডিজের জয়টা ১৩৪ রানে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বনিম্ন সংগ্রহের রেকর্ড এটি। এর আগে ২০১৪ বিশ্বকাপে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডসও অলআউট হয়েছিল ৩৯ রানে। টি-টোয়েন্টিতে উগান্ডার সর্বনিম্ন রানের রেকর্ডও এই ৩৯।

উইন্ডিজ স্পিনার আকিল হোসেন ৪ ওভার বল করে ধসিয়ে দেন উগান্ডার ব্যাটিং লাইনআপ। ৪ ওভারে ১১ রান দিয়ে নেন ৫ উইকেট। প্রথমবার ৫ উইকেট নেয়া আকিলের ক্যারিয়ারসেরা বোলিংও এটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন উইন্ডিজ খেলোয়াড়ের সেরা বোলিংও এটি। এই বিশ্বকাপের দ্বিতীয় সেরা বোলিং ফিগার।

উগান্ডার মাত্র একজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করেন। জুমা মিয়াজি ২০ বল খেলে ১৩ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ ৬ রান করেন রবিনসন ওবুয়া।

উগান্ডার বিপক্ষে বোলিংয়ে শুরুটা করেন আকিল। প্রথম ওভারেই পান সাফল্য। একবারে ৪ ওভারের স্পেল করেন তিনি।

পাওয়ার প্লের ৬ ওভারে ২২ রান তুলে ৫ উইকেট হারায় উগান্ডা। মাত্র ৭.৪ ওভারে ২৫ রানে নেই ৮ উইকেট। তখনই বোঝা গিয়েছিল উগান্ডার হার কেবল সময়ের ব্যপার। নবম উইকেট ৯ রানের জুটি হয়। আলজারি জোসেফ নেন দুটি উইকেট।

শেয়ারনিউজ, ০৯ জুন ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে