ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বিশ্বকাপ আয়োজনে ইচ্ছুক সৌদি আরব, বাধা শ্রমিক নির্যাতন

২০২৪ জুন ০৬ ১৪:১২:৪৮
বিশ্বকাপ আয়োজনে ইচ্ছুক সৌদি আরব, বাধা শ্রমিক নির্যাতন

ক্রীড়া প্রতিবেদক : মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন করতে ইচ্ছুক। বিষয়টি নিয়ে বেশ অগ্রগতিও অর্জন করেছে দেশটি।

কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে অভিবাসী কর্মীদের ওপর বলপ্রয়োগ এবং ব্যাপক হারে শ্রমিকের অধিকার লঙ্ঘন। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কাছে এই সংক্রান্ত বিস্তৃত অভিযোগ জমা দিয়েছে বিল্ডিং অ্যান্ড উড ওয়ার্কার্স ইন্টারন্যাশনাল নামের একটি ট্রেড ইউনিয়ন।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান ট্রেড ইউনিয়ন দ্য বিল্ডিং অ্যান্ড উড ওয়ার্কার ইন্টারন্যাশনাল (বিডাব্লিউআই) আইএলওতে অভিযোগটি দিয়েছে বলে জানিয়েছে।

প্রতিষ্ঠানটি বলেছে, সৌদি আরবে অভিবাসী শ্রমিকেরা শ্রম অধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। তাদের সঠিকমত মজুরি দেওয়া হচ্ছে না। শ্রমিকদের পাসপোর্ট আটকে রাখা থেকে শুরু করে নিয়োগদাতার অবৈধভাবে অর্থ আদায়, তাদের ইচ্ছামত কাজ করতে বাধা দেওয়াসহ বিভিন্ন নির্যাতন করা হচ্ছে।

সৌদিতে শ্রম অধিকার লঙ্ঘনের মাত্রাকে ‘মহামারি’ বলে আখ্যা দিয়েছে বিডাব্লিউআই। অভিযোগের বিষয়ে তাদের কাছে পর্যাপ্ত প্রমাণাদি রয়েছে এমনটি জানিয়ে সংস্থাটি জানায়, জোরপূর্বক শ্রমিকদের কাজ করানো দাসত্বের একটি আধুনিক রূপ। এমনটা করে সৌদি জাতিসংঘের বাধ্যতামূলক শ্রম কনভেনশন লঙ্ঘন করছে।

বিডাব্লিউআইর মহাসচিব অ্যাম্বেট উইসন বলেন, ‘সৌদিতে শ্রমিক সংগঠন নিষিদ্ধ। এমনটা করে তারা আন্তর্জাতিক আইন মানছে না। দীর্ঘ এক দশক ধরে নির্যাতনের শিকার শ্রমিকদের ক্ষতিপূরণ দিচ্ছে না তারা।’

এক কোটি ২০ লাখ শ্রমিকের প্রতিনিধিত্বের দাবি করা বিডাব্লিউআই সৌদিতে শ্রম আইন লঙ্ঘনের জন্য আইএলওকে তদন্তের জন্য আহ্বান জানিয়েছে।

গণমাধ্যম গার্ডিয়ান বলছে, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ফেয়ারস্কয়ার সংস্থাগুলোর মতো অভিবাসী শ্রমিকের ওপর চালানো নির্যাতন নিয়ে কাজ করে বিডাব্লিউআই।

উল্লেখ্য, ২০৩৪ সালে এশিয়ায় ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এই বিশ্বকাপ আয়োজনে একমাত্র বিডকারী দেশ সৌদি আরব। অন্য কেউ বিড না করায় সৌদি ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন করবে তা এক প্রকার নিশ্চিত। তবে, এখন পর্যন্ত ফিফা বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোন ঘোষণা দেয়নি। শিগগিরই ঘোষণাটি দেওয়ার কথা রয়েছে। তবে, এর আগেই শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ উঠল সৌদি আরবের বিরুদ্ধে।

আইওএল-এর কাছে অভিযোগের ফলে ফিফা অনেক চাপে থাকবে। কারণ এর আগেও তারা সৌদিকে শ্রম আইন সম্পর্কে সতর্ক করেছিল।

মধ্যপ্রাচ্যের দেশটি সঠিকভাবে আইন না মানলে সেখানে বিশ্বকাপ আয়োজন করা যাবে না বলে হুমকি দিয়েছেন তারা।

ফিফার বিডিং নিয়ম অনুসারে, ২০৩০ এবং ২০৩৪ সালে বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করা দেশগুলিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারকে সম্মান করতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

এইচআরডব্লিউ ডিরেক্টর মিঙ্কি অর্ডেন বলেন, ‘অভিযোগ অনুযায়ী, সৌদি আরবে জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে কোনো অর্থবহ সুরক্ষা ব্যবস্থা নেই।’

বিশ্বকাপ আয়োজনে সৌদির জন্য এটাই হতে পারে একমাত্র বাধা। তাদের জবাব দিতে হবে ফিফাকে।

শেয়ারনিউজ, ০৬ জুন ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে