ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

১৫ বছর পর আইরিশদের মুখোমুখি ভারত: যেমন হতে পারে একাদশ

২০২৪ জুন ০৫ ১৯:২০:৪৫
১৫ বছর পর আইরিশদের মুখোমুখি ভারত: যেমন হতে পারে একাদশ

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১৫ বছর সময় অতিবাহিত করে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের মুখোমুখি হতে চলেছে ভারত ও আয়ারল্যান্ড। চলমান বিশ্বকাপে ‘এ’ গ্রুপের ম্যাচে বুধবার (৫ জুন) মাঠে নামছে তারা। নিউইয়র্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

এর আগে, সবশেষ ২০০৯ বিশ্বকাপে দেখা হয়েছিল দল দুটির। ইংল্যান্ডের নটিংহামে অনুষ্ঠিত ওই ম্যাচে আইরিশদের ৮ উইকেটে হারিয়েছিল ম্যান ইন ব্লুরা।

এরপর গত ছয়টি সংক্ষিপ্ত ফরম্যাটের বৈশ্বিক লড়াইয়ে দেখা হয়নি তাদের। তাই এবারের বিশ্বমঞ্চের দেখায় জয় দিয়ে উদযাপন করতে চায় উভয় দলই।

এদিকে ২০০৯ বিশ্বকাপের পর তিন দফায় ভারতের সঙ্গে ৬টি ম্যাচ খেলেছে আইরিশরা। সবকটি ম্যাচই জয় দিয়ে রাঙিয়েছেন রোহিত-কোহলিরা। এবারও ফেবারিট হিসেবেই নামবে ম্যান ইন ব্লুরা।

ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের ভাষ্য, আয়ারল্যান্ডের বিপক্ষে আমাদের রেকর্ড ভালো। এমন রেকর্ডকে আরও শক্ত করতে চাই আমরা। জয়ের জন্য মাঠে নামবে দল। বিশ্বকাপে সবসময়ই ভালো ক্রিকেট খেলে আয়ারল্যান্ড।

তিনি বলেন, গত বিশ্বকাপের বড় দুই দলকে হারিয়েছে তারা। এজন্য এই ম্যাচ নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। প্রতিপক্ষকে কোনো সুযোগ দেওয়া যাবে না। পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলতে হবে ভারতকে।

এদিকে চলতি বছরে দুটি দ্বিপাক্ষিক ও একটি ত্রিদেশীয় সিরিজে খেলেছে আয়ারল্যান্ড। আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ হারলেও নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয় আইরিশরা।

এ ছাড়া ২০০৯ সাল থেকেই বিশ্বমঞ্চে ভালো খেলে তারা। ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বে দুটি ও সুপার টুয়েলভে একটি ম্যাচ জিতেছিল আইরিশরা। এবার আগের বিশ্বকাপের সাফল্যকে ছাড়িয়ে যাবার স্বপ্ন দেখছে আইরিশরা।

এ প্রসঙ্গে অধিনায়ক পল স্টার্লিং বলেন, গত বিশ্বকাপে আমাদের পারফরমেন্স খুবই ভালো ছিল। দুই বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডকে হারিয়েছিলাম আমরা।

তিনি আরো বলেন, এবার আগের বিশ্বকাপের সাফল্যকে ছাড়িয়ে যেতে চাই। এই বিশ্বকাপেও আবারও বিশ্বকে চমকে দিতে চাই।

ভারতের সম্ভাব্য একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশভ পন্থ, সূর্যকুমার যাদব, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং।

আয়ারল্যান্ড সম্ভাব্য একাদশ:

পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, এন্ড্রু বলবির্নি, কার্র্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, নেইল রক, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।

শেয়ারনিউজ, ০৫ জুন ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে