ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বিশ্বকাপে সব ম্যাচ হারলেও ২ কোটি ৬৪ লাখ টাকা পাবে বাংলাদেশ

২০২৪ জুন ০৩ ২৩:০১:২৭
বিশ্বকাপে সব ম্যাচ হারলেও ২ কোটি ৬৪ লাখ টাকা পাবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এবারই হচ্ছে সবচেয়ে বড় আয়োজন। রেকর্ড ২০ দল অংশ নিয়েছে। জমজমাট এই ইভেন্টের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চ্যাম্পিয়ন, রানার্স আপ, সেমিফাইনালিস্ট ও গ্রুপপর্বের দল মিলিয়ে সর্বমোট ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার প্রাইজমানি থাকছে এবারের আসরে। বাংলাদেশি মুদ্রায় যা ১৩২ কোটি টাকার একটু বেশি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ৮ জুন। বিশ্বকাপের আগে নিজেদের চেনা ছন্দে নেই বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার ও ব্যাটসম্যানদের ফর্মহীনতা চিন্তার ভাঁজ বাড়িয়েছে।

এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করা প্রতিটি দল ২ কোটি ৬৪ লাখ টাকা পাবে। গ্রুপ পর্ব পেরিয়ে যেতে পারলে অর্থের পরিমাণ আরো বাড়বে। বিশ্বকাপ বাংলাদেশ ডি গ্রুপে নেদারল্যান্ডস, নেপাল, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সঙ্গী। চার ম্যাচের একটিও না জিতলেও বাংলাদেশ অংশগ্রহণকারী দল হিসেবে পাবে ২ কোটি ৬৪ লাখ।

তবে দুটি ম্যাচ জিতে গ্রুপ পর্ব থেকে বাদ পড়লে বাংলাদেশের আয় আরও বাড়বে। সে ক্ষেত্রে সুপার এইটে না যেতে পারলেও এরপরের সেরা ৪ দলের মধ্যে, অর্থাৎ ৯ থেকে ১২ নম্বর দলের মধ্যে জায়গা করে নিতে পারলে বাংলাদেশ পাবে ২ কোটি ৮৯ লাখ টাকা।

এছাড়াও বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া প্রতিটি ম্যাচ জয়ের জন্য ৩৭ লাখ টাকা করে পাবে দলগুলো। দীর্ঘ ২৮ দিনের ৫৫ ম্যাচের লড়াই শেষ হবে আগামী ২৯ জুন বার্বাডোজের ফাইনাল ম্যাচ দিয়ে।

শেয়ারনিউজ, ০৩ জুন ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে