ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ক্যারিবীয়দের ১৩৭ লক্ষ্য ছুড়ে দিলো নিউগিনি

২০২৪ জুন ০২ ২৩:০০:৩৭
ক্যারিবীয়দের ১৩৭ লক্ষ্য ছুড়ে দিলো নিউগিনি

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ইতিহাসে প্রথম ক্রিকেট বিশ্বকাপজয়ী দেশ ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে দুর্বল পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নেমেছে দলটি। এদিন ওয়েস্ট ইন্ডিজকে ১৩৬ রানের লক্ষ্য ছুড়ে দিল পাপুয়া নিউগিনি।

গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় নিউগিনি। ২ বলে ৫ রান করে রোমারিও শেফার্ডের বলে উইকেটরক্ষক নিকোলাস পুরানের হাতে ক্যাচ হন ওপেনার টনি উরা। দলীয় স্কোরকার্ডে ২ রান যোগ না করতেই আকিল হোসেইনের বলে আউট হয়ে যান লেগা সিয়াকা (২ বলে ১)।

দলকে কিছুটা এগিয়ে অধিনায়ক আসাদ ভালাও (২২ বলে ২১) আউট হয়ে যান। দলীয় ৩৪ রানের মাথায় আলজারি জোসেফের শিকার হন তিনি। হিরি হিরিকে ২ রানের বেশি করতে দেননি গুদাকেশ মোতি।

এরপর দলকে মোটামোটি মানের পুঁজি এনে দেওয়ার লক্ষ্য তারা করতে শুরু করেন সিসি বাও। চার্লস আমিনির সঙ্গে ৪৪ রানের জুটি করেন তিনি।

তবে আমিনি বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ১২ রান করে আন্দ্রে রাসেলের বলে আউট হয়ে সাজঘরে ফেরত যান তিনি।

বাও হাঁকান আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটি (৪৩ বলে ৫০)। জোসেফের বলে বোল্ড হন তিনি। শেষদিকে ১৭ বলে অপরাজিত ২৫ রানের ইনিংস খেলেন কিপলিন দোরিগো।

উইন্ডিজের হয়ে দুটি করে উইকেট নেন শেফার্ড ও রাসেল। একটি করে উইকেট শিকার করেন আকিল হোসেইন, জোসেফ ও গুদাকেশ মোতি।

এতে নিউগিনির সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৩৬ রান। অর্থাৎ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ১৩৭ রান।

শেয়ারনিউজ, ০২ জুন ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে