ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

‘মোদী আবার প্রধানমন্ত্রী হলে মাথা ন্যাড়া করে ফেলব’

২০২৪ জুন ০২ ১০:৩৬:২৩
‘মোদী আবার প্রধানমন্ত্রী হলে মাথা ন্যাড়া করে ফেলব’

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনের পর বুথফেরত জরিপে ক্ষমতাসীন দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে। তবে আম আদমি পার্টির বিধায়ক সোমনাথ ভারতী এই সমীক্ষা প্রত্যাখ্যান করে পাল্টা চ্যালেঞ্জ নিয়ে মাথা ন্যাড়া করার কথা বলেছেন।

শনিবার (০২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এমনটি বলেন।

এরইমধ্যে যে কয়টি বুথফেরত জরিপ বেরিয়েছে তার সবকটিতেই দেখানো হয়েছে বিজেপি ন্যূনতম ৩০০ আসন পাচ্ছেই। কোনও কোনও সংস্থা দাবি করেছে, বিজেপি ৩৫০ আসনও পেয়ে যাবে।

ভারতের রাজনৈতিক গবেষণা সংস্থা টুডেজ চাণক্যর দাবি, এনডিএ চার শ পার করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এর মধ্যে বিজেপি পেতে পারে ৩৩৫টি আসন। তবে এসব কিছুই মানতে চাইছে না ইন্ডিয়া জোটের নয়াদিল্লি আসনের প্রার্থী আপ বিধায়ক সোমনাথ ভারতী।

এক্সে দেওয়া পোস্টে আম আদমি পার্টির বিধায়ক সোমনাথ বলেন, ‘মঙ্গলবার সব এক্সিট পোল ভুল প্রমাণিত হবে। তৃতীয়বারের জন্য যদি নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হন, তাহলে আমি আমার মাথা ন্যাড়া করে ফেলব।’

একই সঙ্গে তিনি আরও দাবি করেন, দিল্লিতে সাতটি আসনই পাবে ইন্ডিয়া জোট।

বিষয়টি নিয়ে বিশ্লেষকরা বলছেন, বুথফেরত জরিপে সবসময় সঠিক ফলাফল অনুমান করতে পারে না। বুথফেরত জরিপ থেকে জনমতের একটা আভাস অবশ্যই পাওয়া যায়। তা থেকে ভোটের ফলাফলের ট্রেন্ড মোটামুটি ভাবে আন্দাজ করা সম্ভব। তবে এ প্রক্রিয়ায় অনেক সময়ে ত্রুটি থেকে যায়।

শেয়ারনিউজ, ০২ জুন ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে