ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

যুদ্ধবিরতির প্রস্তাব বাইডেনের, প্রত্যাখান নেতানিয়াহুর

২০২৪ জুন ০১ ২২:১৩:১১
যুদ্ধবিরতির প্রস্তাব বাইডেনের, প্রত্যাখান নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় চলমান যুদ্ধ বন্ধে শুক্রবার (৩১ মে) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যে প্রস্তাব উত্থাপন করেন তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

বাইডেনের প্রস্তাবে প্রথমে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে বলা হয়েছে। কিন্তু এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

বাইডেনের প্রস্তাবে গাজায় বিপুল পরিমাণ ত্রাণ পৌঁছানোর ব্যবস্থার কথা বলা হয়েছে। একই সময়ে কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল, আর হামাস মুক্তি দেবে ইসরায়েলি জিম্মিদের— যার মধ্যে থাকবে পুরুষ সেনারাও।

এরপর গাজা পুনর্গঠনের কাজ শুরু হবে। সবশেষে দুই পক্ষের মধ্যে সব ধরনের হামলা বন্ধ অর্থাৎ স্থায়ী যুদ্ধবিরতি হবে।

আজ শনিবার (০১ জুন) এই ব্যাপারে বিবৃতি দেন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, হামাসের সামরিক এবং প্রশাসনিক কাঠামো নিশ্চিহ্ন না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখা হবে।

নেতানিয়াহু বলেন, হামাসের সামরিক ও প্রশাসনিক কাঠামো ধ্বংস করা, সব জিম্মিকে মুক্ত করা এবং গাজা যে আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না তা নিশ্চিত করা সহ যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের শর্ত পরিবর্তিত হয়নি।

স্থায়ী যুদ্ধবিরতি হওয়ার আগ পর্যন্ত ইসরায়েল তার শর্তে অটল থাকবে বলেও জানান তিনি।

শেয়ারনিউজ, ০১ জুন ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে