ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

ভারতের নির্বাচনে জিততে চলেছেন মোদি

২০২৪ জুন ০১ ২১:৫২:১৩
ভারতের নির্বাচনে জিততে চলেছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গণমাধ্যম এনডিটিভির এক মতামত জরিপে জানিয়েছে, দেশটিতে আজ শনিবার (০১ জুন) শেষ হওয়া জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি ও তাদের জোট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিততে চলেছে।

জাতীয় টেলিভিশন চ্যানেলটির পরিচালিত দুটি মতামত জরিপে বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট আইনসভার নিম্নকক্ষের ৫৪৩টি আসনের মধ্যে ৩৫০টিরও বেশি আসনে জিতবে।

এর আগে ২০১৯ সালে মোদির জোট ৩৫৩টি আসনে জিতেছিল। অপরদিকে, রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস ১২০টি আসনে জিতবে বলে ধারণা করা হচ্ছে।

তবে বিশেষজ্ঞদের মতে, ভারতের নির্বাচন নিয়ে কোনো মতামত জরিপই আজ পর্যন্ত সঠিক তথ্য দিতে পারেনি। এতো বড় ও বিচিত্র একটি দেশে মতামত জরিপ পরিচালনা করা খুবই কঠিন কাজ।

কংগ্রেস এনডিটিভির মতামত এই জরিপকে প্রত্যাখান করে এগুলোকে পূর্বনির্ধারিত বলে উল্লেখ করেছে।

ভারতের সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে প্রায় ১০০ কোটি মানুষ ভোট দেয়ার সুযোগ পেয়েছেন। আগামী ৪ জুন ভারতের নির্বাচন কমিশন ভোট গণনা করবে।

এবারের নির্বাচনে জিতলে মোদি হবেন ভারতের ইতিহাসে দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি পরপর তিনবার প্রধানমন্ত্রী হতে পেরেছেন।

গত ১০ বছরে বিজেপির অর্জনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণা শুরু করলেও শীঘ্রই মোদি কংগ্রেসের দিকে আঙুল তোলেন এবং তারা ভারতের সংখ্যালঘু মুসলিমদের পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ তোলেন।

অপরদিকে, নির্বাচনী প্রচারণার সময় মোদির স্বৈরশাসনের দিকে ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছে বিরোধী দল কংগ্রেস।

শেয়ারনিউজ, ০১ জুন ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে