ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

উত্থানের বাজারে লেনদেন বেড়েছে ১০ খাতে

২০২৪ মে ৩০ ১৮:৫০:৩৪
উত্থানের বাজারে লেনদেন বেড়েছে ১০ খাতে

নিজস্ব প্রতিবেদক : আজ ৩০ মে সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। আজ ডিএসইর প্রধান সূচক আগের দিনের ২৩.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫১.৯৬ পয়েন্টে। একই সঙ্গে টাকার অংকে লেনদেন বেড়েছে ৬৭ কোটি ৮০ লাখ ৭৪ হাজার টাকা। এর মধ্যে ১০ খাতে লেনদেন বেড়েছে ১০৭ কোটি ৫২ লাখ টাকার।

খাতগুলো হলো- লাইফ ইন্স্যুরেন্স, ওষুধ ও রসায়ন, প্রকৌশল, কাগজ ও প্রকাশনা, তথ্য প্রযুক্তি, চামড়া, খাদ্য ও আনুষঙ্গিক, টেলিকমিউনিকেশন, সেবা ও আবাসন এবং পাট খাত। আজ ডিএসইতে এই ১০ খাতে মোট লেনাদ হয়েছে ১৪৩ কোটি ৫৩ লাখ টাকা। আগের দিন এই ১০ খাতে লেনদেন হয়েছিল ১৩৬ কোটি ১ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় এই ১০ খাতে লেনদেন বেড়েছে ১০৭ কোটি ৫২ লাখ টাকা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ সবচেয়ে বেশি লেনদেন বেড়েছে লাইফ ইন্স্যুরেন্স খাতে। এদিন এ খাতে লেনদেন হয়েছে ৫০ কোটি ২৬ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ৩৬ কোটি ৬৭ লাখ টাকা বেশি।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে ওষুধ ও রসায়ন খাতে। আজ ডিএসইতে এ খাতে লেনদেন হয়েছে ৭০ কোটি ২৮ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ২৭ কোটি ৪৮ লাখ টাকা বেশি।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে প্রকৌশল খাতে। আজ ডিএসইতে এ খাতে লেনদেন হয়েছে ৩৭ কোটি টাকা, যা আগের দিনের তুলনায় ১৭ কোটি ৬০ লাখ টাকা বেশি।

অন্য ৭ খাতের মধ্যে-

তথ্য প্রযুক্তি খাতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৭ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ৫ কোটি ৫৮ লাখ টাকা বেশি।

চামড়া খাতে লেনদেন হয়েছে ৭ কোটি ৭০ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ৪ কোটি ৯৪ লাখ টাকা বেশি।

খাদ্য ও আনুষঙ্গিক খাতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৫০ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ৩ কোটি ৮১ লাখ টাকা বেশি।

টেলিকমিউনিকেশন খাতে লেনদেন হয়েছে ৪ কোটি ৮৩ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ১ কোটি ৫৫ লাখ টাকা বেশি।

সেবা ও আবাসন খাতে লেনদেন হয়েছে ৩ কোটি ৬২ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ৭৭ লাখ টাকা বেশি।

পাট খাতে লেনদেন হয়েছে ২ কোটি ১৯ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ৫২ লাখ টাকা বেশি।

শেয়ারনিউজ, ৩০ মে ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে