ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

গম্ভীরই হচ্ছেন ভারতের নতুন কোচ

২০২৪ মে ২৯ ১৬:০০:২৬
গম্ভীরই হচ্ছেন ভারতের নতুন কোচ

ক্রীড়া প্রতিবেদক : ভারতের বর্তমান প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। বিশ্বকাপের পর কোচের পদ থেকে সরে দাঁড়াবেন দ্রাবিড়, এটাও অনেকটাই নিশ্চিত।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যে নতুন কোচের পদের জন্য আবেদন চেয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রায় তিন হাজার নাম জমা পড়েছে। তবে কোচ কে হবেন, তা মোটামুটি নিশ্চিত।

ভারতের গণপ্রস্তাবের মতে, বিসিসিআই তাদের পরবর্তী কোচ হিসেবে একজনকে বার্ডস আই ভিউ করে। তিনি হলেন গৌতম গম্ভীর। তিনি সদ্য সমাপ্ত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ী কোচ।

ভারতীয় গণমাধ্যমের দাবি, গম্ভীরের টিম ইন্ডিয়ার কোচ হওয়া চূড়ান্ত। ইতিমধ্যে সব প্রক্রিয়া সম্পন্নও হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

অধিনায়ক হিসেবে দুবার জিতেছেন আইপিএল। ভারতের জার্সিতে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপও জিতেছিলেন তিনি।

শেয়ারনিউজ, ২৯ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে