ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রস্তুতি ম্যাচ বাতিল

২০২৪ মে ২৮ ২২:১১:৪১
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রস্তুতি ম্যাচ বাতিল

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ডালাসে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রস্তুতি ম্যাচ বাতিল করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ম্যাচটি হওয়ার কথা ছিল। এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। কিন্তু স্থানীয় শহরের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ম্যাচটি বাতিল করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ডালাসে ৮০ কিমি/ঘন্টা বেগে আঘাত হানে টর্নেডো। সাথে প্রবল বৃষ্টিপাত হয়। এতে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামের অস্থায়ী বড় পর্দাটি ভেঙে যায়। মাঠ প্রস্তুত করে খেলা শুরু করা অসম্ভব হয়ে পড়ায় বাতিল করা হয় ম্যাচটি।

এবারের বিশ্বকাপে মোট ১৬টি প্রস্তুতি ম্যাচ নির্ধারিত হয়েছে। যার মধ্যে বাংলাদেশের রয়েছে দুই ম্যাচ।

আবার দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রস্তুতি ম্যাচে কোনো প্রতিপক্ষের বিপক্ষে নামছে না। নিজেদের স্কোয়াডের মধ্যেই তারা ম্যাচ খেলবে।

শেয়ারনিউজ, ২৮ মে ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে