ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

রাশিয়া থেকে ১৫টি হেলিকপ্টার কিনছে ইরান

২০২৪ মে ২৮ ১১:৫৭:২৪
রাশিয়া থেকে ১৫টি হেলিকপ্টার কিনছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কাছ থেকে ১৫টি হেলিকপ্টার কেনার একটি চুক্তি করেছে ইরান। সদ্য প্রয়াত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রশাসনের সময় এসব হেলিকপ্টার কেনার চুক্তি হয়েছিল।

জানা যায়, এসব হেলিকপ্টারে রাতেও দেখার মতো যন্ত্র থাকবে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির একজন কর্মকর্তার বরাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা ইরনা।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ ও উদ্ধার সংস্থার প্রধান বাবাক মাহমুদি ইরনাকে বলেছেন, প্রেসিডেন্ট রাইসির সময় রাশিয়ার কাছ থেকে রাতে দেখতে পাবে এমন ১২টি উদ্ধার হেলিকপ্টার এবং তিনটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার কেনার চুক্তি করেছে ইরান।

তিনি জানান, এই চুক্তিটি গত এপ্রিলের শেষের দিকে রাশিয়ার বিশেষ হেলিকপ্টার উৎপাদনকারী কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল।

বর্তমান ইরানি ক্যালেন্ডার বছরের শেষের দিকে (২০২৫ সালের ২০ মার্চ ইরানি বছর শেষ হবে) চারটি হেলিকপ্টার সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে রাশিয়া।

শেয়ারনিউজ, ২৮ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে