ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

হাফ সেঞ্চুরি ছাড়ালো পাকিস্তানের তাপমাত্রা

২০২৪ মে ২৮ ১১:৫৪:২৯
হাফ সেঞ্চুরি ছাড়ালো পাকিস্তানের তাপমাত্রা

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে সম্প্রতি তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। চলমান গ্রীষ্ম মৌসুমে এটিই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

পরিবেশবিদরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে গত মাস থেকে এশিয়াজুড়ে চরম তাপমাত্রা বিরাজ করছে।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিদ আব্বাস রয়টার্সকে বলেছেন, ‘সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারোতে গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা বেড়েছে ৫২.২ ডিগ্রি সেলসিয়াসে। এটাই এখন পর্যন্ত এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।’

মহেঞ্জোদারো একটি ছোট শহর যা প্রাচীন সিন্ধু সভ্যতার শহর হিসেবে পরিচিত। গ্রীষ্মের মৌসুমে শহরটি প্রচণ্ড তাপ অনুভব করে। তবে এবারের তাপ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। তীব্র তাপপ্রবাহের কারণে অধিকাংশ দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে।

এদিকে, গত শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর জলবায়ু বিষয়ক সমন্বয়কারী রুবিনা খুরশিদ আলম বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে পাকিস্তানের অবস্থান পঞ্চম। সম্প্রতি আমরা স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি ও বন্যা দেখেছি। পাকিস্তান এখন অস্বাভাবিক তাপপ্রবাহ দেখছি।’

পাকিস্তানের আবহাওয়া বিভাগের প্রধান আবহাওয়াবিদ সরদার সরফরাজ বলেছেন, ‘২০১৭ সালের আগে বেলুচিস্তান প্রদেশের তুরবাত শহরে ৫৪ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এটি ছিল এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ এবং বিশ্বের চতুর্থ সর্বোচ্চ তাপমাত্রা।’

তিনি আরও বলেন, আাগামী দুই দিনের মধ্যে মহেঞ্জোদারোর তাপমাত্রা কমতে পারে। তবে করাচি এবং সিন্ধু প্রদেশের অন্যান্য অংশে তাপমাত্রা আরও বাড়তে পারে।(সূত্র:রয়টার্স)

শেয়ারনিউজ, ২৮ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে