ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বিশ্বকাপে বিশেষ ভূমিকায় পাকিস্তান তারকা শহীদ আফ্রিদি

২০২৪ মে ২৪ ১৭:৩৪:০৬
বিশ্বকাপে বিশেষ ভূমিকায় পাকিস্তান তারকা শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপে বিশেষ ভূমিকায় দেখা যাবে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে। আইসিসি পুরুষদের বিশ্বকাপ ২০২৪ তাকে আন্তর্জাতিক ক্রিকেট কমিটির দূত করেছে। সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

টি-টোয়েন্টিতে শহীদ আফ্রিদির ভূমিকা সবাই জানেন। তার অসাধারণ পারফরম্যান্সের ভিত্তিতে পাকিস্তান ২০০৭ বিশ্বকাপের ফাইনাল খেলে। আবারও তার ব্যাটে-বলে ২০০৯ সালের বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান।

আফ্রিদিকে এবার আয়োজনের অংশ করেছে আইসিসি। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বৈশ্বিক এই টুর্নামেন্টে ভারতের ক্রিকেট আইকন যুবরাজ সিং, ক্রিস গেইল, উসাইন বোল্ট ও পাকিস্তানের শহীদ আফ্রিদি ব্রান্ড অ্যাম্বাসেডরের ভূমিকা রাখবেন।

অতীত স্মৃতি রোমন্থন করে আফ্রিদি বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ আমার হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।

এই ক্রিকেট তারকা আরো বলেন, প্রথম বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়া থেকে শুরু করে ২০০৯ সালে বিশ্বকাপ জেতার স্মৃতি রয়েছে আমার। জীবনে খুব কমই এই সম্মানের মুহূর্ত আসে।

শেয়ারনিউজ, ২৪ মে ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে