ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

১৬০টির বেশি ভূমিকম্পে কেঁপে উঠল ইতালি, স্কুল বন্ধ

২০২৪ মে ২২ ১২:০৬:২৫
১৬০টির বেশি ভূমিকম্পে কেঁপে উঠল ইতালি, স্কুল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ইতালির নেপলসের আশেপাশের এলাকায় ১৬০টির বেশি ভূমিকম্প হয়েছে। মঙ্গলবার (২১ মে) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এই ভূমিকম্প হয়। উদ্ভূত পরিস্থিতিতে ওই এলাকার ঘরবাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সেখানকার স্কুল। খরব বিবিসির

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪০ বছরের মধ্যে এত বেশি ভূমিকম্প দেখেনি নেপলস। নেপলসের মেয়র গাইতানো মানফ্রেদি বলেন, ‘ভীত–সন্ত্রস্ত মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে। জননিরাপত্তার ব্যাপারে আমরা সতর্ক রয়েছি।’

দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) জানিয়েছে, একের পর এক ছোট ছোট বিভিন্ন মাত্রার ভূমিকম্প হয়েছে। সর্বোচ্চ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪। এর উৎপত্তি ছিল পোজুলি শহরের পাশাপাশি।

বিবিসির জানিয়েছে, পোজুলিতে রাস্তার পাশে শতাধিক তাঁবু তৈরি করে বাসিন্দারা রাত্রি যাপন করেছেন। অনেকেই অন্য এলাকার আত্মীয়দের বাড়িতে চলে গেছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এত শক্তিশালী ভূমিকম্প তাঁরা এর আগে দেখেননি। অনেকেই স্থায়ীভাবে এই এলাকা ছেড়ে অন্য জায়গায় অবাস গড়ার কথা ভাবছেন।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ভূমিকম্পের কারণে অবকাঠামোগত কোনও ক্ষয়ক্ষতি হয়নি। নেপলসের বেশ কিছু স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। পোজুলিতে একটি নারী কারাগার থেকে কয়েদিদের সরিয়ে নেওয়া হয়েছে।

নেপলসের মেয়র গাইতানো মানফ্রেদি সতর্ক করে বলেন, ‘ভবিষ্যতে এর চেয়েও গুরুতর ভূমিকম্প হতে পারে। এ জন্য আমাদের এখন থেকেই সতর্ক হতে হবে।’

মেয়র নেপলসের বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা ভয় পাবেন না। ভূমিকম্প হওয়া স্বাভাবিক। আমরা জরুরি পরিস্থিতি মোকাবিলার দিকে মনযোগ দিচ্ছি। কারণ এর আগে এই অঞ্চলে এমন ভূমিকম্প দেখা যায়নি।’

শেয়ারনিউজ, ২২ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে