ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

অভাবনীয় ঘটনা! এক স্কুলে ৮ জোড়া যমজ শিক্ষার্থী!

২০২৪ মে ১৮ ১৩:০৬:৩৭
অভাবনীয় ঘটনা! এক স্কুলে ৮ জোড়া যমজ শিক্ষার্থী!

আন্তর্জাতিক ডেস্ক : বিস্ময়কর এক ঘটনা ঘটেছে ভারতের আসামের মিজোরামের একটি স্কুলে। ৮ জোড়া যমজ শিশু শিক্ষার্থী ভর্তি হয়েছে একই স্কুলে! খবর আসাম ট্রিবিউনের

সম্প্রতি ওই ৮ জোড়া যমজ অর্থাৎ ১৬ শিক্ষার্থীর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইজলের একটি প্রাথমিক বিদ্যালয়ে অবাক করা এ কাণ্ড ঘটেছে। এদের মধ্যে যমজ ভাই, যমজ বোন, যমজ ভাই-বোন সবরকম রয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক এইচ লালভেনতুলুঙ্গা বলেন, ‘যমজ শিক্ষার্থী আগেও পড়েছে আমাদের স্কুলে। তবে একসঙ্গে এতজন যমজ শিশুর ভর্তি হওয়ার ঘটনা এই প্রথমবার। ওরা প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।’

আসাম ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ৮ জোড়া যমজকে সারিবদ্ধভাবে স্কুলের বারান্দায় দাঁড় করিয়ে ছবি তোলা হয়েছিল। শিক্ষকদের সঙ্গে নিয়ে আরও একটি ছবি তোলা হয়।

দুটি ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একসঙ্গে এতজন যমজকে দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। অনেকেই মজার মন্তব্য করেছেন।

শেয়ারনিউজ, ১৮ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে