ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫
Sharenews24

এবার বুবলীর টার্গেট যুক্তরাষ্ট্র

২০২৪ মে ১৭ ২৩:২৫:১২
এবার বুবলীর টার্গেট যুক্তরাষ্ট্র

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের মন যোগাতে সেখানে যাচ্ছেন অভিনেত্রী শবনম বুবলী। তবে ব্যক্তিগতভাবে নয়, পর্দায়। তার অভিনীত গত ঈদে মুক্তিপ্রাপ্ত 'দেয়ালের দেশ' নামের একটি চলচ্চিত্র এবার আমেরিকায় প্রদর্শিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন এ সিনেমার পরিচালক মিশুক মনি।

সিনেমাটি কিছুদিন আগে প্রদর্শিত হয়েছে অস্ট্রেলিয়ায়। এবার হাজির হয়েছে আমেরিকায়। শুক্রবার থেকে দেশটিতে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

বৃহস্পতিবার ফেসবুকে এ সংক্রান্ত প্রেক্ষাগৃহের তালিকাসহ একটি পোস্টার শেয়ার করেন বুবলী। তিনি বলেন, আমেরিকার বিভিন্ন রাজ্যের ১৫টি প্রেক্ষাগৃহে ‘দেয়ালের দেশ’ নাটকটি প্রদর্শিত হবে।

বুবলী বলেন, ‘আমাদের সিনেমাটি এখন সীমানা ছাড়িয়ে আমেরিকায়। অস্ট্রেলিয়ার পর এবার আমেরিকায় রিলিজ হচ্ছে। এরপর কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে মুক্তি পাবে। অর্গানিক ভালোবাসার ওজন জমতে থাকুক বুক পকেটে।’

প্রসঙ্গত, সরকারি অনুদানের এই সিনেমার গল্পে বৈশাখ ও নহর নামের দুই তরুণ-তরুণীর ব্যতিক্রমী রসায়ন দেখানো হয়েছে।

শেয়ারনিউজ, ১৭ মে ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে