ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫
Sharenews24

মিষ্টির অভিযোগে যা বললেন জয়

২০২৪ মে ১৭ ১৯:১২:২১
মিষ্টির অভিযোগে যা বললেন জয়

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিভ খান। সম্প্রতি তার তৃতীয় বিয়ের গুঞ্জন ওঠে। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বেরিয়ে আসে নানান তথ্য। জানা গেছে, শাকিবের তৃতীয় বিয়ের জন্য একজন ডাক্তার পাত্রীকে পছন্দ করা হয়েছে। মূলত কিছু সংবাদকে কেন্দ্র করে এই গুঞ্জনের সূত্রপাত।

এরপর বেরিয়ে আসে নতুন আরেক তথ্য। জানা যায়, শাকিবের বিয়ের জন্য পছন্দ করা পাত্রী অভিনেত্রী ডা. মিষ্টি জান্নাত। বিষয়টি নিয়ে প্রথমে এই অভিনেত্রী চুপ থাকলেও সম্প্রতি মুখ খুললেন তিনি। জানালেন ছোট বেলা থেকেই শাকিব খানকে পছন্দ করেন এই অভিনেত্রী। তবে বিয়ের বিষয় অস্বীকার করেছেন তিনি।

সম্প্রতি শাকিব-মিষ্টির বিয়ের সেই গুঞ্জনে যোগ দিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সম্প্রতি মিষ্টি জান্নাতকে নিয়ে তিনি বলেছেন, ‘ওই মেয়ে ভাইরাল হতেই শাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন। শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না।’

বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন মিষ্টি জান্নাত। তিনি বলেন, ‘সে বললো, ওই যে একটা মেয়ে। এটা কেন বলবে? আমি কষ্ট পেয়েছি। যদি সে সিনিয়র না হতেন, তাহলে তাকে ধরে থাপড়াতাম। তার প্রোগ্রামে গেলেও এমন করে। অফস্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করে। আমার কাছে সেসবের ভিডিও আছে। সে অনেক নেগেটিভ কথা বলে।’

সম্প্রতি থাপড়ানোর এ বিষয় নিয়ে মুখ খুলেছেন সাবেক অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, আমি এ সমস্ত কিছুকে পাত্তা দেই না, আমার হাসি পায় । কারণ কেউ যদি নিজের দিকে অ্যাটেনশন তৈরি করতে চায় তখন সে অসংলগ্ন ও উল্টাপাল্টা কথা বলে। আর এটা খুব সহজ কোন বিখ্যাত ব্যক্তিকে নিয়ে উল্টাপাল্টা কথা বললে তার দ্রুত প্রচার এবং প্রসার হয়।

শাহরিয়ার নাজিম জয় জানান, তিনি মনে করেন যা কিছু হচ্ছে এটা একটা সাময়িক উত্তেজনা। আর ফেসবুক উত্তেজনা ছাড়া চলতে পারে না। আমার নিজেরাও উত্তেজনা তৈরি করি । সে যা বলেছে (মিষ্টি জান্নাত) তা উত্তেজনা তৈরি করার জন্য বলেছে। আর তার নাম আমি নেই নাই ওই যে একটা মেয়ে বলেছি এটা উদ্দেশ্য প্রণোদিত ছিল না। কারণ কথা বলতে গেলে অনেক সময় অনেকের কথা কোথাও না কোথাও আটকে যায় । হয়ত হঠাৎ করে একটা চেনা নাম মনে আসে না এটা বড়ো কোন ভুল না

মিষ্টি জান্নাতের বিষয়ে এ অভিনেতা বলেন, যাক ওই যে একটা মেয়ে বলাতে তার মনে দুঃখ লেগেছে। দুঃখ থেকে সে নিজের উত্তেজনার জন্য বক্তব্য দিয়েছে। দিনশেষে সে বুঝবে তার এ কাজটা ঠিক হয়নি। কিংবা সে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই আলোচনায় আসার জন্য এ কাজটি করেছে। এটি তার ব্যক্তিগত ইচ্ছা। মোবাইলের এ যুগে তার এই ইচ্ছাকে আমাদের বরণ করে নেওয়া ছাড়া আর উপায় নেয়।

অনুষ্ঠানে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, অনুষ্ঠানে অংশগ্রহণের পর একজন শিল্পী অনুষ্ঠান প্রচার না করার অনুরোধ করার পর্যাপ্ত সময় পান। এটি করার পরিবর্তে, অনুষ্ঠানটি সম্প্রচারের অনেক পরে কথা বলা মানে নিজেকে কথোপকথনে আনা। এটি এমন কিছু নয় যা আমাকে বক্তৃতা দিয়ে সংশোধন করতে হবে।

জয় বলেন, কাজের প্রয়োজনে বিভিন্ন প্রশ্ন করি। অনেক সময় দর্শকরা এতে বিব্রত হন। কিন্তু একটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই যে আমি যে ইন্টারভিউ নিই তার ৯৯% রেকর্ড করা হয়। এটি সম্পাদনা করা হয় এবং তারপর সম্প্রচার করা হয়। যদি কেউ অভিযোগ করে, আমরা সেই পর্বগুলি সম্পাদনা করি, বা সেগুলি প্রচার করি না। অগণিত উদাহরণ আছে এবং কিছু ব্যতিক্রম আছে।

তিনি বলেন, কাজের প্রয়োজনে বিভিন্নরকম প্রশ্ন করি। তাতে অনেক সময় দর্শক বিব্রত হয়। কিন্তু একটি কথা আমি স্পষ্টভাবে বলতে চাই আমি যে ইন্টারভিউগুলো নিয়ে থাকি তার ৯৯ ভাগ ইন্টারভিউ রেকর্ডের পর এডিট হয় এরপর তা প্রচার হয়। কারও কোনো অভিযোগ থাকলে আমরা সেই পর্বগুলো সংশোধন করি, কিংবা প্রচার করি না। অজস্র উদাহরণ আছে আবার ব্যতিক্রম দুএকটা ঘটনাও রয়েছে।

শেয়ারনিউজ, ১৭ মে ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে