ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
Sharenews24

নির্বাচন বাতিল চেয়ে নায়িকা নিপুণের রিট

২০২৪ মে ১৫ ১১:০৯:২২
নির্বাচন বাতিল চেয়ে নায়িকা নিপুণের রিট

নিজস্ব প্রতিবেদক : চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পরাজিত সম্পাদক প্রার্থী নায়িকা নিপুণ আক্তার ফলাফল বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন। ফলাফল বাতিল চেয়ে তিনি হাইকোর্টে রিট করেছেন।

বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হবে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২০ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নতুন সভাপতি নির্বাচিত হন অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

সভাপতি পদে মিশা সওদাগর ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি পেয়েছেন ১৭০ ভোট।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল পেয়েছেন ২২৫। ১৬ ভোট কম (২০৯) পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অভিনেত্রী নিপুণ আক্তার ।

শেয়ারনিউজ, ১৫ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে