ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

৯৮ কোটি টাকা বাজেয়াপ্তের পর নায়িকার কাজে ক্ষেপেছে ভক্তরা

২০২৪ মে ১২ ১৯:১৮:৩৯
৯৮ কোটি টাকা বাজেয়াপ্তের পর নায়িকার কাজে ক্ষেপেছে ভক্তরা

বিনোদন ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রির নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। দিন কয়েক আগেই শিল্পা শেঠি ও তার স্বামীর ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ভারতের ডাইরেক্টর অব এনফোর্সমেন্ট (ইডি)।

এবার তার নাম এসেছে নতুন অপকর্মের তালিকায়। তার এমন কাজে ক্ষেপেছেন ভক্তরা। সামাজিক মাধ্যমে তার ওই কাজের চরম সমালোচনা চলছে।

এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, আর্থিক তছরুপ প্রতিরোধ আইন বা পিএমএলএ (প্রিভেনশন অফ মনিটরি লন্ডারিং অ্যাক্ট) ২০০২-এর অধীনে একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তাদের।

এবার নতুন ঝামেলায় অভিনেত্রী। তার বিরুদ্ধে উঠল পশু নিগ্রহের অভিযোগ।

সম্প্রতি মা, দুই ছেলে মেয়ে ও বোন শমিতা শেট্টিকে নিয়ে বৈষ্ণোদেবীর দর্শনে যান শিল্পা। প্রায় ১৬ কিলোমিটার চড়াই রাস্তা পায়ে হেঁটে নয়, বরং ঘোড়ার পিঠে চেপেই মন্দিরে ওঠেন তিনি। তাতেই সামাজিক মাধ্যমে কটাক্ষের স্বীকার হয়েছেন অভিনেত্রী।

কেউ লিখেছেন ‘এত ফিট হযে লাভটা কী হল যে, এক জন অবলা জন্তুর পিঠে চেপে উঠতে হচ্ছে’? কেউ বলেছেন, ‘এ তো সরাসরি পশু নিগ্রহের ঘটনা।’

কেউ আবার বলেছেন, ‘এত কিছু না করে কপ্টারেই চেপে যেতে পারতেন।’ অভিনেত্রীর এই কাণ্ডে হতবাক নেটপাড়া, যদিও এই ধরনের সমালোচনায় এখনও পর্যন্ত কোনও জবাব আসেনি শিল্পার তরফ থেকে।

শেয়ারনিউজ, ১২ মে ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে