ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

তাহসানের উপস্থাপনায় বাংলাদেশে আমেরিকান ‘ফ্যামিলি ফিউড’

২০২৪ মে ১২ ০৭:২২:০৮
তাহসানের উপস্থাপনায় বাংলাদেশে আমেরিকান ‘ফ্যামিলি ফিউড’

বিনোদন প্রতিবেদক : উপস্থাপনা মঞ্চে আবারও দেখা যাবে অভিনেতা-গায়ক তাহসান রহমান খানকে।

জনপ্রিয় মার্কিন টিভি শো 'ফ্যামিলি ফিউড'-এর বাংলাদেশি সংস্করণ শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আসছে!

বিশ্বের অর্ধশতাধিক দেশে সাড়া জাগানো প্রতিযোগিতামূলক পারিবারিক অনুষ্ঠান বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে। যেখানে সঞ্চালনায় স্টিভ হার্ভির জায়গায় দাঁড়াবেন তাহসান।

শনিবার (১১ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি ঘোষণা করে বেঙ্গল। সেখানে উপস্থিত তাহসান খান বলেন, ‘আমাদের বিনোদন এখন ব্যক্তিগত হয়ে গেছে। আমি যে যার মত বিনোদন দেখি। পরিবারের সদস্যদের নিয়ে আর আগের মতো একসঙ্গে টিভি দেখি না। এই শোতে বিনোদন ফিরবে পরিবারে।

পারিবারিক কলহের নিয়ম অনুযায়ী দুই পরিবারের সদস্যরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। যেখানে কিছু প্রশ্ন রাখা হয়েছে। যার উত্তর একশো জনের ওপর চালানো জরিপে আগেই নির্ধারণ করা হয়েছিল।

প্রতিযোগীদের লক্ষ্য জরিপে সবচেয়ে জনপ্রিয় উত্তর খুঁজে বের করা এবং সেই অনুযায়ী পয়েন্ট দেওয়া হয়। প্রথম যে পরিবারটি ৩০০ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়, তার সদস্যরা বোনাস রাউন্ড ‘ফাস্ট মানি’তে অংশ নেওয়ার বিশেষ সুযোগ পান।

আয়োজনের মূল হোস্ট স্টিভ হার্ভির হাস্যরসাত্মক অভিনয় পারিবারিক ফিউডকে বিশ্বজুড়ে দর্শকদের কাছে একটি বিশাল হিট করে তোলে।

বিজয়ীর মুকুট অর্জন করার জন্য পরিবারের সদস্যদের সাথে লড়াই করার মজার পাশাপাশি, অনুষ্ঠানটি পারিবারিক সম্পর্কের উষ্ণতা এবং ভালবাসা উদযাপন করার একটি উপলক্ষও তৈরি করে।

আয়োজক বঙ্গ বিশ্বাস করে যে এই অনুষ্ঠানটি বাংলাদেশে একই রকম উত্তেজনা ও বিনোদন দিতে পারে।

শেয়ারনিউজ, ১২ মে ২২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে