ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

মুম্বাইকে হারিয়ে প্লে-অফে কলকাতা

২০২৪ মে ১২ ০৬:৩৭:১৯
মুম্বাইকে হারিয়ে প্লে-অফে কলকাতা

ক্রীড়া প্রতিবেদক : বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৮ রানে হারিয়েছে। এই জয়ে প্রথমবারের মতো প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করল দুইবারের আইপিএলের প্রাক্তন চ্যাম্পিয়নরা।

ইডেন গার্ডেনে বৃষ্টিতে আড়াই ঘণ্টা পর খেলা শুরু হয়। দুই ইনিংস থেকে চার ওভার কমানো হয়েছে। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে কলকাতা। জবাবে ৮ উইকেটে ১৩৯ রানে থামে মুম্বাই।

ফিল সল্ট ও সুনীল নারিনকে ৭ বলের মধ্যেই পরাজিত করে কলকাতা। অ্যালেক্স হেলসকে (৪৩) ছাড়িয়ে টি-টোয়েন্টিতে রেকর্ড ৪৪ বার ডাক পেয়েছেন নারিন। ধরতে পারেননি অধিনায়ক শ্রেয়াস আইয়ার (৭)। ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে ৩০ রানের জুটি গড়েন তিনি।

নীতিশ রানাকে নিয়ে ৩৭ রান যোগ করে বিদায় নেন ভেঙ্কটেশ। ২১ বলে ৬ চার ও ২ ছয়ে তার করা ৪২ রান কলকাতার ব্যক্তিগত সর্বোচ্চ।

তারপর নীতিশ রানা (৩৩), আন্দ্রে রাসেল (২৪) ও রিংকু সিংয়ের (২০) ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস দেড়শ পার করতে ভূমিকা রাখে। শেষ দিকে রমনদীপ সিং ৮ বলে ১৭ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন।

মুম্বাইয়ের পক্ষে যশপ্রীত বুমরা ও পিযুষ চাওলা দুটি করে উইকেট নেন।

মুম্বাই শুরুটা ভালো করেছিল। ৬.৫ ওভারে ৬৫ রানের পর ভেঙে যায় ইশান কিষান ও রোহিত শর্মার উদ্বোধনী জুটি। ২২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪০ রান করে মাঠ ছাড়েন ইশান।

এরপর আর কোনো ব্যাটার সেভাবে দাঁড়াতে পারেননি। যদিও নামান ধীর ও তিলক ভার্মা লড়াই চালিয়ে যান।

শেষ দুই ওভারে ৪১ রান দরকার ছিল মুম্বাইয়ের। ১৯তম ওভারে আন্দ্রে রাসেলের কাছ থেকে নামান দুই ছয় ও এক চারে ১৯ রান আদায় করে নেন। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২২ রান। হার্ষিত রানা নামান ও তিলককে আউট করে মুম্বাইকে সফল হতে দেননি।

১৭ বলে ৫ চার ও ১ ছয়ে ৩২ রান করে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখলেও দলের জয়ে ভূমিকা রাখতে পারেননি তিলক।

বড় কিছু না ঘটলে শীর্ষ দুই দলের একটি হিসেবে লিগ শেষ করতে চলেছে কলকাতা। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। ১৩ ম্যাচে মাত্র 8 পয়েন্ট নিয়ে প্লে অফ থেকে ছিটকে গেছে মুম্বাই।

শেয়ারনিউজ, ১২ মে ২২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে