ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

জেদ্দা টাওয়ারের নির্মাণ কাজ শুরু, উচ্চতায় বুর্জ খলিফাকেও ছাড়াবে

২০২৪ মে ১১ ২১:৪৭:১২
জেদ্দা টাওয়ারের নির্মাণ কাজ শুরু, উচ্চতায় বুর্জ খলিফাকেও ছাড়াবে

আন্তর্জাতিক ডেস্ক : ছয় বছর আগে নির্মাণকাজ বন্ধ হওয়ার আগেই ভবনটির প্রায় এক-তৃতীয়াংশ সম্পন্ন হয়েছিল। একবার সম্পূর্ণ হলে, জেদ্দা টাওয়ারটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, দুবাইয়ের বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাবে। মেঘের উপর থেকে জেদ্দা টাওয়ারের দৃশ্য। ছবি: অ্যাড্রিয়ান স্মিথ + গর্ডন গিল আর্কিটেকচারের সৌজন্যে।

ছয় বছর বন্ধ থাকার পর এই সপ্তাহে সৌদি আরবের জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ আবার শুরু হয়েছে। সম্পূর্ণ হলে, এটি হবে বিশ্বের সবচেয়ে উঁচু স্কাইস্ক্র্যাপার। এর উচ্চতা হবে তিন হাজার ২৮০ ফুট।

আগে টাওয়ারটির নাম ছিল কিংডম টাওয়ার। পরে নাম পাল্টে দেওয়া হয় জেদ্দা টাওয়ার। জেদ্দা শহরে অবস্থানের কারণে ভবনটির এ নাম দেওয়া হয়। বেশ কয়েকটি মেগাপ্রকল্প বাস্তবায়ন করছে সৌদি আরব। ভবনটিও সেসব প্রকল্পের একটি অংশ। এটি হতে যাচ্ছে ইতিহাসের প্রথম অবকাঠামো যেটি উচ্চতায় এক কিলোমিটার ছাড়িয়ে যাবে।

জেদ্দা টাওয়ারের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১.২ বিলিয়ন ডলার। এটির নকশা করেছেন শিকাগোভিত্তিক অ্যাড্রিয়ান স্মিথ + গর্ডন গিল আর্কিটেকচারের স্থপতি অ্যাড্রিয়ান স্মিথ ও গর্ডন গিল।

আর্কিটেকচার প্রতিষ্ঠানটি নির্মাণ কাজ পুনরায় শুরু হওয়ার বিষয়টি গত বৃহস্পতিবার নিউজউইককে নিশ্চিত করেছে। এছাড়াও আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে ভবনটির কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পটি ২০১৩ সালে শুরু হয়। ভবনটি নির্মাণ করছিল বিনলাদিন গ্রুপ। গ্রুপের প্রেসিডেন্ট ছিলেন ওসামা বিন লাদেনের সৎ ভাই বকর বিন লাদেন। কিন্তু ২০১৮ সালে যখন বকর বিন লাদেনকে দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে গ্রেফতার করা হয় তখন ভবনটির নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। পরে করোনা মহামারির কারণে প্রকল্পের নির্মাণকাজ আবার পিছিয়ে যায়।

ছয় বছর আগে নির্মাণ কাজ বন্ধ হওয়ার আগ পর্যন্ত ভবনটির এক-তৃতীয়াংশ কাজ সম্পন্ন হয়। নির্মাণ কাজ সম্পন্ন হলে জেদ্দা টাওয়ার বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফাকেও ছাড়িয়ে যাবে। এছাড়াও এটি হবে নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের উচ্চতার দ্বিগুণ এবং স্ট্যাচু অব লিবার্টির উচ্চতার ১১গুণ।

আকাশচুম্বী ভবনটিতে অত্যাধুনিক লিফট সহ ৫৯টি লিফট থাকবে।

আর্কিটেকচারাল ডাইজেস্ট (এডি) এর একটি প্রতিবেদন ভবন সম্পর্কে আরও বিশদ তথ্য প্রদান করে। চলুন জেনে নেওয়া যাক সেই বিষয়গুলো...

জেদ্দা টাওয়ার কোথায় হচ্ছে?

সৌদি আরবের জেদ্দায় নির্মিত হচ্ছে জেদ্দা টাওয়ার। এটি একটি বন্দর শহর। এটি লোহিত সাগরের তীরে অবস্থিত এবং সৌদি আরবের দ্বিতীয় সর্বাধিক জনবহুল শহর।

জেদ্দা টাওয়ার দেখতে কেমন হবে?

ভবনটি নির্মাণে বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পরিকল্পনা বা নকশা অনুযায়ী এটি একটি একক ভবন হবে। এটি ধীরে ধীরে গোড়া থেকে উপরের দিকে ছোট হয়ে যাবে।

স্থপতি স্মিথ ও গিল জানান, সৌদি আরবের নতুন এক ধরনের পাম গাছের পাতার আদলে এ ভবনের নকশা করা হয়েছে।

নির্মাণ কাজ কবে শেষ হবে?

২০১৩ সালে টাওয়ারটির নির্মাণ কাজ শুরু হয়। তবে ২০১৮ সালে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।

সুউচ্চ ভবনটির ডেভেলপার প্রতিষ্ঠান জেদ্দা ইকোনমিক কোম্পানি এক বিবৃতিতে জানায়, 'জেদ্দা টাওয়ারের নির্মাণ কাজ পুনরায় শুরু হয়েছে…আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে টাওয়ারটির নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।' আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ঠিকাদার নিয়োগ দেওয়া হবে।

জেদ্দা টাওয়ারের নির্মাণ কাজ কতটুকু শেষ হয়েছে?

নির্মাণকাজ বন্ধ হওয়ার আগেই ভবনের প্রায় এক-তৃতীয়াংশ কাজ শেষ হয়েছিল। কাজ শেষ হলে এর উচ্চতা হবে ৩ হাজার ২৮১ ফুট বা এক কিলোমিটার। এটি দুবাইয়ের বুর্জ খলিফা থেকে প্রায় ৫৬৪ ফুট লম্বা হবে।

যা থাকবে জেদ্দা টাওয়ারে?

বুর্জ খলিফার মতো জেদ্দা টাওয়ারেও থাকবে নানা ধরনের সুযোগ-সুবিধা। ভবনটি আবাসিক, বাণিজ্যিক ও দাপ্তরিক কাজে ব্যবহার করা হবে। ভবনটিতে রয়েছে অবজারভেশন ডেক, হোটেল, হেলিপ্যাড।

এছাড়াও, এই ভবনে পর্যটকদের জন্য বিভিন্ন আকর্ষণ থাকবে।

শেয়ারনিউজ, ১১ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে