ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সৌদির ‘নিওম’ শহরের জন্য জমি না দিলে মেরে ফেলার নির্দেশ

২০২৪ মে ১০ ২৩:২২:০১
সৌদির ‘নিওম’ শহরের জন্য জমি না দিলে মেরে ফেলার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : সৌদিতে নিয়ম শহর তৈরি করার স্বপ্ন দেখছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সম্প্রতি তার স্বপ্নের নিওম শহর বাস্তবায়ন করার জন্য দেশটির বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

দেশটির কর্নেল রাবিহ আলেনেজি নামের এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, তাকে গ্রামবাসীকে উচ্ছেদের দায়িত্ব দেওয়া হয়েছিল।

তিনি আরো বলেন, যারা শহরের জন্য জায়গা ছেড়ে দেবেন না, তাদের বিরুদ্ধে যেন গুলি করাসহ অন্যান্য মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

উচ্ছেদ অভিযানের বিরোধিতা করায় ইতিমধ্যে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

৫০০ বিলিয়ন ডলারের এই শহরটি ক্রাউন প্রিন্স সালমানের ভিশন-২০৩০ এর অংশ।

তবে সৌদির সরকার এবং নিওম শহর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। বিশ্বের অন্যান্য শহর থেকে সম্পূর্ণ ভিন্ন হবে নিওম শহর।

পরিকল্পনা অনুযায়ী, ১৭০ কিলোমিটার লম্বা এই শহরটির প্রশস্ত হবে মাত্র ২০০ মিটার। এতে কোনো গাড়ি থাকবে না। তবে ২০৩০ সালের মধ্যে শহরটি পুরোপুরি নির্মাণ সম্ভব হবে না।

ধারণা করা হচ্ছে, এই সময়ের মধ্যে ২ দশমিক ৪ কিলোমিটার অংশ তৈরি করা যাবে।

সরকারি তথ্য অনুযায়ী, এই শহরের জন্য ৬ হাজার মানুষ অন্যত্র সরে গেছেন। যদিও বাস্তবে এই সংখ্যা অনেক বেশি বলে ধারণা করা হয়। বার্তা সংস্থাটি স্যাটেলাইটের তিনটি ছবি প্রকাশ করেছে।

এতে দেখা যাচ্ছে শহরের জন্য আল-খুরাইবাহ, শার্মা এবং গায়াল নামের তিনটি গ্রাম ধ্বংস করা হয়েছে। এসব গ্রামে থাকতেন হুয়াইতাত গোত্রের মানুষ। সৌদির এই গোয়েন্দা কর্মকর্তা বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন।

তিনি বলেছেন, ‘মোহাম্মদ সালমানের চিন্তার মূল বিষয় হলো নিওম শহর। এ কারণে হুয়াইতাত গোত্রের সঙ্গে এমন নির্মমতা করেছেন তিনি।’

শেয়ারনিউজ, ১০ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে