ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Sharenews24

ঘরের মাঠে সর্বোচ্চ রানের ম্যাচে হারল বাংলাদেশ

২০২৪ মে ০৯ ২১:১৩:২৭
ঘরের মাঠে সর্বোচ্চ রানের ম্যাচে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করেছে ভারত। নিগার সুলতানার নেতৃত্বাধীন দল ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৫-০ ব্যবধানে হেরেছে। বৃহস্পতিবার (৯ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৬ রান করে ভারত।

এদিন সিরিজের শেষ ম্যাচে দুই দল মিলে সর্বোচ্চ ২৯১ রান করে। ভারত-বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টিতে এটাই সর্বোচ্চ রান। এর আগে ২০১৮ সালে দুই দল মিলে করেছিল ২৮৩ রান।

ভারতের দেওয়া টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন রিতু মনি। ২১ বলে অপরাজিত ২৮ রান করেন শরিফা খাতুন। ১১ বলে ১৪ রান করেন রাবেয়া খান। ২০ রান করেন রাবেয়া হায়দার। এদিন ২১ রানে জয় পায় ভারত।

শেয়ারনিউজ, ৯ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে