ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Sharenews24

১০ উইকেটের জয় তুলে নিলো হায়দরাবাদ

২০২৪ মে ০৮ ২৩:৩৬:৫০
১০ উইকেটের জয় তুলে নিলো হায়দরাবাদ

নিজস্ব প্রতিবেদক : ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা যেভাবে ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টস বোলারদের বিরুদ্ধে তান্ডব চালিয়েছেন; তাতে বিষয়টা এমন হয়েছে--এলেন, দেখলেন এবং জয় করলেন।

এই দুই ওপেনারের ঝোড়ো ইনিংসে ভর করে ৬২ বল বাকিতেই ১০ উইকেটের জয় তুলে নিয়েছে হায়দরাবাদ। এই জয়ে প্লে-অফের স্বপ্ন আরও পাকাপোক্ত করলো প্যাট কামিন্সের দল।

আজ বুধবার (০৮ মে) রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৫ তুলে লখনৌ। দলের হয়ে ৩০ বলে সর্বোচ্চ ৫৫ রান করেন আয়ুশ বাদোনি।

লখনৌর দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ৯.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকেরা। দলের ১০ উইকেটের জয়ে ৩০ বলে ৮ চার ও ৮ ছক্কায় ৮৯ রানে অপরাজিত থাকেন ট্র্যাভিস হেড।

লখনৌর ১৬৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই বিধ্বংসী ভঙ্গিমায় ব্যাটিং করতে থাকেন হেড ও অভিষেক। আগ্রাসী ব্যাটিংয়ে ৯ দশমিক ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দরাবাদ।

শেষ পর্যন্ত ৮টি করে চার ও ছক্কায় ৩০ বলে ৮৯ রান করেন ট্র্যাভিস হেড। অন্যদিকে ৮ চার ও ৬ ছক্কায় ২৮ বলে ৭৫ রানের ইনিংস সাজান অভিষেক। লখনৌর হয়ে কোনো বোলারই প্রতিরোধ গড়তে পারেননি।

এই জয়ে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এলো প্যাট কামিন্সের দল। অন্যদিকে ১২ ম্যাচে ১২ পয়েন্ট ও মাইনাস ০ দশমিক ৭৭ নেট রানরেট নিয়ে ছয় নম্বরে রইল লখনৌ।

শেয়ারনিউজ, ০৮ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে