ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

জায়েদের ছাতার নিচে ফারিয়া, ডিগবাজি দিয়ে অস্ট্রেলিয়ায় যা করছেন

২০২৪ মে ০৬ ১৬:৪২:২০
জায়েদের ছাতার নিচে ফারিয়া, ডিগবাজি দিয়ে অস্ট্রেলিয়ায় যা করছেন

নিজস্ব প্রতিবেদক : নিয়মিত খবরের শিরোনামে থাকা যেন তার অভ্যাস। কখনো শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে, কখনো ডিগবাজি দিয়ে, কখনো বা মঞ্চে নেচে-গেয়ে! তিনি অভিনেতা জায়েদ খান।

অন্যদিকে, চিত্রনায়িকা নুসরাত ফারিয়াও কম কিসে! তিনিও শোবিজে বর্তমানে অন্যতম আলোচিত অভিনেত্রী। যেখানে যান, সেখানেই খবরের শিরোনামে থাকেন।

এবার খবরের রগরগে শিরোনাম দখল করলেন অস্ট্রেলিয়া সফরে। গত মাসের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে শো করতে গেছেন জায়েদ খান। এই যাত্রায় তার সঙ্গে রয়েছেন নায়িকা নুসরাত ফারিয়া।

এই দুজনকে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল সুদূর অস্ট্রেলিয়ায়। সেখানে যাওয়ার পর তারা একসঙ্গে একটি শো করেন। কাজের বাইরে, দুজনেই মেলবোর্ন, সিডনি ভ্রমণ করেন। তারা তাদের ফেসবুকে একসঙ্গে বিভিন্ন ছবিও পোস্ট করছেন।

শুক্রবার রাতে সিডনি অপেরা হাউসের তীরে জায়েদ খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন ফারিয়া। দুজনকেই কালো পোশাকে দেখা যাচ্ছে। ফারিয়া ছাতা নিয়ে দাঁড়িয়ে হাসছে। জায়েদ তার ছত্রছায়ায়।

ছবিটি পোস্ট করে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘ভাই আমরা সিডনি আছি। দেখা হচ্ছে ৫ মে।’

এদিকে জায়েদের সঙ্গে ফারিয়ার ছবি দেখে একদিকে যেমন খুশি ভক্তরা, অন্যদিকে হাসি-ঠাট্টায় মেতেছেন নেটিজেনরা।

কেউ লিখেছেন, ‘নতুন জুটি হলে ভালোই লাগবে।’ কেউ বা লিখেছেন, ‘শেষমেশ জায়েদ খানের সঙ্গে আপনি? এটাই যেন শেষ শো হয় এবং জায়েদের সঙ্গে যেন কোনো মুভি না হয়।’

অপর একজন লিখেছেন, ‘জায়েদ খান আর নুসরাত ফারিয়া কি কাপল হয়ে গেছে নাকি?’

কেউ কেউ আবার দুজনকে বাস্তব জীবনের জুটি হিসেবেও দেখতে চেয়ে মন্তব্য করেছেন।

অস্ট্রেলিয়ায় শো শেষ করে ১০ মে দেশে ফেরার কথা রয়েছে তাদের।

শেয়ারনিউজ, ০৬ মে ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে