ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Sharenews24

ঢাকার যানজট গায়িকা কর্ণিয়ার কারণে!

২০২৪ মে ০৬ ১৫:৪৩:৩৬
ঢাকার যানজট গায়িকা কর্ণিয়ার কারণে!

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকায় সব সময় যানজটে বিপর্যস্ত মানুষ। জ্যাম আর ঢাকা, দুটো যেন একই মুদ্রার বিপরীত পিঠ। আর এখন অতিরিক্ত তাপপ্রবাহে ভুগছে নগরবাসী।

কিন্তু এই যানজটের কারণ একজন গায়ক হলে কেমন লাগবে! হ্যাঁ, এমনটাই দাবি করেছেন কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া।

সম্প্রতি এই গায়িকা তার ইউটিউব চ্যানেলে ‘ঢাকাতে জ্যাম’ শিরোনামের নতুন একটি গান নিয়ে হাজির হয়েছেন। গানটির ভিডিওতে দেখা যায়, কর্ণিয়া রাস্তায় দাঁড়িয়ে গান গাইছে, ঢাকায় জ্যাম শুধু আমার কারণে।

গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী গণমাধ্যমকে বলেন, ‘ঢাকাতে জ্যাম’ গানটির অডিও অনেক আগেই করা হয়েছে। এর মধ্যে আমি এটি বিভিন্ন স্টেজে এবং লাইভ শোতে গেয়েছি।

তিনি বলেন, গানটিতে ভালো সাড়া পাচ্ছিলাম। সবাই বলল গানটা খুব মজার। ভিডিও কবে আসবে? অবশেষে সেই মুহূর্তও এলো। ভিডিওটি প্রকাশ হলো।

কর্ণিয়া আরও বলেন, গানটি প্রকাশের পর থেকেই দারুণ সাড়া পাচ্ছি। আমি দেখছি মানুষ ইউটিউব কমেন্ট বক্সে তাদের লাইক নিয়ে লিখছে।

‘ঢাকাতে জ্যাম’ শিরোনামের গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ, সুর করেছেন অম্লান এ চক্রবর্তী। ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শঙ্কর।

শিল্পী কর্ণিয়ার সঙ্গে মডেল হিসেবে দেখা গেছে নাফিসা নুসরাত প্রণমি, শিশির সরদার ও আপন অর্ঘ্যকে।

শেয়ারনিউজ, ০৬ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে