ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

উবারের কাছে ক্ষতিপূরণ চেয়ে লন্ডনের ১০ হাজার ক্যাবচালকের মামলা

২০২৪ মে ০৩ ১৬:২৪:২৫
উবারের কাছে ক্ষতিপূরণ চেয়ে লন্ডনের ১০ হাজার ক্যাবচালকের মামলা

প্রবাস ডেস্ক : যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ১০ হাজারেরও বেশি ট্যাক্সি চালক রাইড শেয়ারিং অ্যাপ উবারের কাছে ৩১ কোটি ৩০ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন। ট্যাক্সি বুকিং নিয়ম লঙ্ঘনের অভিযোগে মামলা করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ট্যাক্সি-বুকিং নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনে লন্ডনের ১০ হাজারেরও বেশি ট্যাক্সি চালক উবারের বিরুদ্ধে লন্ডন হাইকোর্টে মামলা করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইনে গ্রাহকদের বুকিং করা ছাড়াও, উবার চালকরা সাধারণ ট্যাক্সিক্যাবের মতো সরাসরি যাত্রী তোলেন। একটি বড় অভিযোগ হল যে লন্ডনের নিয়মিত ক্যাব চালকদের সরাসরি যাত্রী তোলার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয়। উবার চালকরা সেসব নিয়মের তোয়াক্কা করছেন না। ক্যাব চালকদের দাবি, উবার চালকদের আইন লঙ্ঘনের কারণে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

তারা অভিযোগ করেছে যে উবার কোম্পানি তাদের ড্রাইভারদের মিনিকাব পরিষেবার মতো কেন্দ্রীয় ব্যবস্থার মধ্য দিয়ে না গিয়ে সরাসরি গ্রাহকদের কাছ থেকে বুকিং গ্রহণ করার অনুমতি দেয়।

মামলায় ট্যাক্সিক্যাব চালকদের উকিল হিসেবে লড়বে যুক্তরাজ্যের বিখ্যাত আইন পরিষেবা প্রতিষ্ঠান আরজিএল ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই ট্যাক্সিক্যাব চালকদের পক্ষ থেকে মামলাটি লন্ডন হাইকোর্টে নিবন্ধনও করেছে আরজিএল ম্যানেজমেন্ট।

তবে উবারের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছে এই রাইড শেয়ারিং অ্যাপটির কর্তৃপক্ষ। তাদের দাবি, তারা নিয়ম-নীতি মেনেই কাজ করছে।

উবারের একজন মুখপাত্র এই প্রসঙ্গে বলেছেন, ‘মামলার নথি হিসেবে যেসব অভিযোগ আদালতে পেশ করা হয়েছে, সেসব পুরোনো এবং ভিত্তিহীন। উবার সম্পূর্ণ আইন মেনে লন্ডনে তাদের অপারেশন পরিচালনা করে। যাত্রী পরিষেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ট্রান্সপোর্ট ফর লন্ডনের (টিএফএল) যেসব অনুমতি নিতে হয়, সেসবও নিয়েছে উবার।’

শেয়ারনিউজ, ০৩ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে