ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

লন্ডনের মেয়র নির্বাচন কাল, হাড্ডাহাড্ডি লড়াই

২০২৪ মে ০১ ২১:৩২:৩৭
লন্ডনের মেয়র নির্বাচন কাল, হাড্ডাহাড্ডি লড়াই

আন্তর্জাতিক ডেস্ক : আগামীকাল বৃহস্পতিবার লন্ডন সিটির মেয়র নির্বাচন। সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

এই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সুসান হল এবং বিরোধী লেবার পার্টির সাদিক খান এবং বর্তমান মেয়রের মধ্যে। এই দুই প্রার্থীসহ মোট ১২ জন এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্য প্রার্থীরা হলেন- লিবারেল ডেমোক্রেটিক পার্টির রব ব্লাকি, গ্রিন পার্টির জো গার্বেট, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির এমি গালাহের, অ্যানিমেল ওয়েলফেয়ার পার্টির ফেমি আমিন, কাউন্ট বিনফেস পার্টির কাউন্ট বিনফেস, ব্রিটেন ফার্স্টের নিক স্কেনলোন, লন্ডন রিয়েল পার্টির ব্রিয়ান রোজ এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রেস মিখলি, তারুন গোলাটি, নাথালি ক্যাম্পবেল।

সাদিক খান নির্বাচনে জয়ী হলে তিনি টানা তিন মেয়াদে লন্ডনের মেয়র নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করবেন। কনজারভেটিভ পার্টির প্রার্থী সুসান হল নির্বাচিত হলে, তিনি লন্ডন সিটির প্রথম মহিলা মেয়র হবেন।

লন্ডন ভিত্তিক গবেষণা ও পরামর্শদাতা সংস্থা সাভান্তের সর্বশেষ ৪৮ ঘন্টার জরিপ অনুসারে, সুসান হল ৩২পয়েন্ট অর্জন করেছেন। অন্যদিকে ৪২ পয়েন্ট পেয়ে তার থেকে এগিয়ে আছেন সাদিক খান।

পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান, যিনি একজন আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন, 2016 সালে কনজারভেটিভ পার্টির প্রার্থী জ্যাক গোল্ডস্মিথকে পরাজিত করে প্রথমবারের মতো লন্ডনের মেয়র নির্বাচিত হন।

এরপর ২০২১ সালে কনজারভেটিভ পার্টির প্রার্থী শোন বেইলিকে পরাজিত করে পুনরায় মেয়র নির্বাচিত হন তিনি। আগামীকালের নির্বাচনে বিজয়ী হলে তিনি হবেন লন্ডনের ইতিহাসে টানা তিনবারের নির্বাচিত প্রথম মেয়র।

অপর দিকে কনজারভেটিভ পার্টির প্রার্থী সোসান হল ২০২৩ সালে দলের অভ্যন্তরীণ ভোটে বাংলাদেশি বংশোদ্ভূত মোজাম্মেল হোসাইনকে হারিয়ে দল থেকে মেয়র পদের প্রার্থী মনোনীত হন।

তিনি ২০০৬ সাল থেকে হ্যারো কাউন্সিলের কাউন্সিলর হিসেবে এবং ২০১৭ সাল থেকে লন্ডন অ্যাসেম্বলি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এই নির্বাচনে বিজয়ী হলে তিনি হবেন লন্ডন শহরের প্রথম নারী মেয়র।

শেয়ারনিউজ, ০১ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে