ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

সেনাবাহিনীকে যে নির্দেশনা দিলেন ইরানের ধর্মীয় নেতা

২০২৪ এপ্রিল ২১ ১৯:৪৫:২৭
সেনাবাহিনীকে যে নির্দেশনা দিলেন ইরানের ধর্মীয় নেতা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলে হামলার কারণে সেনাবাহিনীর সদস্যদের বিশেষ ধন্যবাদ দিয়েছেন।

রোববার (২১ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, এই হামলার মধ্য দিয়ে ইরান শক্তিমত্তা দেখাতে পেরেছে। এ ছাড়া বিশেষ কিছু পরামর্শও দিয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনি।

হামলার ঘটনা উল্লেখ করে আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, ‘কয়টা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছিল আর কয়টা টার্গেটে আঘাত করতে পেরেছে, তা মুখ্য নয়। এর মধ্য দিয়ে ইরান শক্তিমত্তা দেখাতে পেরেছে, এটিই এখানে মুখ্য।’

সাম্প্রতিক এসব হামলায় ইরান ব্যয় কমাতে সক্ষম হয়েছে এবং কম ব্যয়ে বেশি অর্জন এসেছে বলে জানান আয়াতুল্লাহ আলি খামেনি। তবে বিরোধীদের কাছ থেকে বিভিন্ন কৌশল শেখারও পরামর্শ দেন তিনি।

এদিকে, ইরানের হামলার জেরে সম্প্রতি দেশটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। তবে, তেল আবিবের পাঠানো অস্ত্রকে ইরানি বাচ্চাদের খেলনার সঙ্গে তুলনা করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ছিল দুটি বা তিনটি কোয়াডকপ্টারের ফ্লাইট, যা আমাদের বাচ্চারা ইরানে যে খেলনা ব্যবহার করে তার মতো।

গত শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে ইরানের ইসফাহান শহরের কাছে হামলা চালায় ইসরায়েল।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। তবে তাদের পরমাণবিক স্থাপনা ক্ষতির মুখে পড়লে তার চরম মূল্য দিতে হবে তেল আবিবকে।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। সেই হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন।

ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরায়েল।

শেয়ারনিউজ, ২১ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে