ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

রাশিয়ার সম্পদ ইউক্রেনকে দিচ্ছে আমেরিকা : মস্কোর হুঁশিয়ারি

২০২৪ এপ্রিল ২১ ১৮:১৯:২৯
রাশিয়ার সম্পদ ইউক্রেনকে দিচ্ছে আমেরিকা : মস্কোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : মস্কোর বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করার অজুহাতে রাশিয়ার দখলকৃত সম্পদ ইউক্রেনের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। শনিবার (২০ এপ্রিল) মার্কিন কংগ্রেস এ বিষয়ে সবুজ সংকেত দিয়েছে।

মার্কিন কংগ্রেসের এই সিদ্ধান্তের বিষয়ে হুঁশিয়ারি প্রকাশ করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার আটক সম্পদ ইউক্রেনের কাছে হস্তান্তরের ব্যাপারে আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে তাকে বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, সত্যিই আমেরিকা যদি এমনটি করে তাহলে তাকে মূল্য দিতে হবে। তবে মস্কোর পক্ষ থেকে এ ব্যাপারে কী ধরনের জবাব হবে এবং কখন সেই জবাব দেওয়া হবে তা সুস্পষ্ট করে বলা হয়নি। তিনি বলেছেন, সর্বোত্তম উপায়ে আমরা আমাদের স্বার্থ রক্ষা করব এবং সেভাবে জবাব দেব।

পেসকভ বলেন, আমেরিকা যদি এই ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় তাহলে তারা নিজেদেরই ক্ষতিগ্রস্ত করবে। এর মধ্যদিয়ে রাষ্ট্রীয় অর্থসম্পদ সুরক্ষার যে আন্তর্জাতিক রীতি রয়েছে তাও ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, রাশিয়ার সম্পদ আটক করে তা ইউক্রেনের কাছে হস্তান্তর করার পদক্ষেপ নিলে তাতে বহু বিনিয়োগকারী আমেরিকা থেকে তাদের বিনিয়োগকৃত অর্থ প্রত্যাহার করে নেবেন।

২০২২ সালে ইউক্রেনে মস্কোর আগ্রাসনের পর থেকে রাশিয়ার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব, বিনিয়োগ ও অন্যান্য সম্পদ জব্দ করে যুক্তরাষ্ট্রসহ এর মিত্র পশ্চিমা দেশগুলো। যুক্তরাষ্ট্র ও ইউরোপ রাশিয়ার প্রায় ৩০ হাজার কোটি ডলারের সম্পদ জব্দ করে।

জব্দ করা এসব সম্পদ ইউক্রেনের পুনর্বাসনে কাজে লাগানো হবে বলে ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। তবে রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করা হলে এর পাল্টায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় এবং অন্যান্য দেশের সম্পদ বাজেয়াপ্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে আসছে মস্কো।

শেয়ারনিউজ, ২১ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে