ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ভারত ভ্রমণে বাংলাদেশিদের তিক্ত অভিজ্ঞতা

২০২৪ এপ্রিল ১৫ ১১:৫৬:১৮
ভারত ভ্রমণে বাংলাদেশিদের তিক্ত অভিজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক : যে কোনো উৎসবে ছুটি পেলেই বাংলাদেশি পর্যটকরা তাদের পরিবারের সঙ্গে ভারতে বেড়াতে যান। তবে তাদের বেশিরভাগই দুই দেশের স্থল সীমান্তে দীর্ঘ লাইন এবং কাস্টমস ইমিগ্রেশনে চরম অব্যবস্থাপনার অভিযোগ করেছেন।

তাছাড়া কলকাতার ট্যাক্সি ভাড়া বৃদ্ধি, আবাসিক হোটেলে রুম না পাওয়ার মতো নানারকম সমস্যাও দিন দিন বাড়ছে।

ঈদের পরের দিন থেকে কলকাতার বাংলাদেশি হোটেল পাড়া বলে পরিচিত মার্কুইস স্ট্রিট, সদর স্ট্রিট, রফি আহমেদ কিয়দ স্টি্রট এবং নিউ মার্কেট এলাকার তিল ধারণের জায়গা মিলছে না। হঠাৎ করে বেড়ে গেছে আবাসিক হোটেলের রুমের চাহিদা; সেই সুযোগে বেড়েছে হোটেলগুলোর ভাড়া। লম্বা লাইন খাবারের দোকানেও। রিক্সা ভাড়া থেকে ট্যাক্সি ভাড়া সবই যেন বাংলাদেশি পর্যটকদের কাছে বিড়ম্বনার কারণ। তবে সব কিছু ছাপিয়ে গিয়েছে সীমান্তে দীর্ঘ লাইন, বেনাপোল সীমান্তে বাড়তি টাকা নেয়া এবং পেট্টাপোল সীমান্তের ইমিগ্রেশন কাউন্টার গুলোতে পর্যাপ্ত কর্মকর্তা না থাকায় প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না পর্যটকরা। তাই হাজার হাজার পর্যটকের কথা ভেবেই সংশ্লিষ্ট দুই দেশের সরকারকেই বাড়তি নজরদারি করা প্রয়োজন বলে মনে করেন অনেকে। সেই সঙ্গে কলকাতায় এসে নানা রকম সমস্যায় পড়লে যাতে সমাধান পাওয়া যায় তাই বাংলাদেশি পর্যটকদের জন্য হোটেল পাড়ায় বাংলাদেশ উপদূতাবাসের উদ্যোগে একটা তথ্য কেন্দ্র খোলারও দাবি করেছেন অনেকে।

শেয়ারনিউজ, ১৫ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে