ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

হঠাৎ উধাও হচ্ছে টুইটার অ্যাকাউন্ট, রহস্য কী?

২০২৪ এপ্রিল ০৬ ১৬:১৩:৩৭
হঠাৎ উধাও হচ্ছে টুইটার অ্যাকাউন্ট, রহস্য কী?

আন্তর্জাতিক ডেস্ক : এক সময়ে তথ্য প্রযুক্তির অন্যতম যোগাযোগমাধ্যম ছিল এক্স (সাবেক টুইটার)। বর্তমানে বিশ্বের অনেক মানুষই এটা ব্যবহার করছে। একইসাথে দিন দিন বাড়ছে এর ব্যবহারকারী সংখ্যাও। তবে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের হাতে যাওয়ার পরই টুইটারে আসছে নানা পরিবর্তন। এরপর থেকেই কমছে টুইটারের ব্যবহারকারীর সংখ্যা। উধাও হচ্ছে বেশকিছু অ্যাকাউন্ট।

জানা গেছে, ভুয়া অ্যাকাউন্ট এবং স্প্যাম পরিষ্কার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যেই এই প্রক্রিয়া শুরুও হয়ে গেছে। যে সমস্ত অ্যাকাউন্ট থেকে ভুয়া খবর ছড়ানো হচ্ছে বা নিয়ম ভাঙা হচ্ছে কিংবা বহুদিন ব্যবহার করা হচ্ছে না, সেসব অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হচ্ছে।

এর আগেও স্প্যাম অ্যাকাউন্ট বন্ধে কার্যক্রম শুরু করে মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। মাস্ক টুইটার কেনার পরই এমন বহু অব্যবহৃত অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। আরও একবার সেই কাজে নেমেছে জনপ্রিয় এই সাইট।

মাস্কের প্রতিষ্ঠানটি জানিয়েছে, যে সমস্ত অ্যাকাউন্ট এই প্ল্যাটফর্মের নিয়ম ভেঙেছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা এক্সকে স্বচ্ছ রাখতেই এই উদ্যোগ নিয়েছি।

শেয়ারনিউজ, ০৬ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে