ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

গরমে হু হু করে বাড়বে যেসব শেয়ারের দাম

২০২৪ এপ্রিল ০৬ ১৫:২৬:৪৪
গরমে হু হু করে বাড়বে যেসব শেয়ারের দাম

নিজস্ব প্রতিবেদক : সারা দেশ গরমের ডোজে কাবু। ভারতের একাধিক রাজ্যে লু- এর সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। প্রচণ্ড গরমের কারণে হু হু করে বাড়ছে এয়ার কন্ডিশনার, ফ্রিজ ও কুলারের বিক্রি। সাধারণ মানুষ এসি, কুলারের দোকানে রীতিমতো ঝাঁপিয়ে পড়ছে। ফলে এই কোম্পানিগুলোর বিক্রির পরিমাণও আকাশ ছুঁয়েছে।

এছাড়াও, তাপপ্রবাহের জেরে আইসক্রিমের কোম্পানিগুলোতে ব্যাপক বিক্রিবাটা শুরু হয়েছে। কিন্তু কৃষি খাতের সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর অবস্থা খারাপ হতে পারে। ভারতের শেয়ারবাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, তাপপ্রবাহের আশঙ্কায় কুলার, ফ্যান, এসি এবং রেফ্রিজারেটরের চাহিদা দ্রুত বাড়বে। এসব কোম্পানির শেয়ারে ইতিবাচক প্রভাব পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।

এর মধ্যে ভোল্টাস লিমিটেড, হ্যাভেলস ইন্ডিয়া, সিম্ফনির শেয়ারে হু হু করে দাম বৃদ্ধি হতে চলেছে। ইতিমধ্যেই ভোল্টাসের স্টকে সেই প্রভাব দৃশ্যমানও। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস এসব কোম্পানিকে তাদের ব্যবসা বাড়াতে সাহায্য করছে। যদি হঠাৎ করে আবহাওয়ার বদল না ঘটে, তবে এই শেয়ারটির দামে আরও বৃদ্ধি হতে পারে।

বেশ কিছু বিশেষজ্ঞ দাবি করছেন, হ্যাভেলস ইন্ডিয়ার স্টক সেরা পারফর্ম করতে পারে। ব্রোকারেজ কোম্পানিগুলো জানাচ্ছে, মানুষ এখন ছোট কোম্পানির পরিবর্তে এসব বড় কোম্পানির নানা জিনিস কেনার জন্য জোর দিতে শুরু করেছে। ফলে কোম্পানিগুলোর লাভও হবে অনেকটা বেশি। যা শেয়ারের উপর ইতিবাচক প্রভাব ফেলবে।

হ্যাভেলসের শেয়ারেও দাম বৃদ্ধি

এটিও একটি ইলেকট্রিক কোম্পানি। হ্যাভেলসের কুলার ও ফ্যানের চাহিদা গরমকালে লাফিয়ে লাফিয়ে বেড়ে যায়। ফলে এই কোম্পানির স্টকের দাম অনেকটা বৃদ্ধি পেতে পারে। শেষ ৫ দিনে হ্যাভেলসের শেয়ার ১৩.৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ভোল্টাসের শেয়ারের দাম

ভোল্টাসের শেয়ারের দাম গত এক মাসে দুর্দান্ত রিটার্ন দিয়েছে। শেষ এক মাসের বিচারে এই স্টকের দাম 13.59 শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত পাঁচ দিনেও এই স্টকটি ১২.০৭ শতাংশ বৃদ্ধি হয়েছে। ১০৮৫ থেকে দাম বৃদ্ধি হয়ে শেয়ারটির দাম ১২১৭ টাকাতে পৌঁছেছে।

আইসক্রিম কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি

গরমের দাবদাহ শুরু হতেই আইসক্রিমের খোঁজ বেড়ে যায়। এর প্রভাব বাজারে স্টকের উপরেও পড়তে পারে।ভাদিলাল আইসক্রিমের শেয়ার থেকে শুরু করে বরুণ বেভারেজ এবং ইউনাইটেড ব্রিউয়ারিজ -সহ অনেক কোম্পানি এই তালিকায় রয়েছে। বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এসব কোম্পানির শেয়ারে ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে।

কৃষি খাতের সঙ্গে যুক্ত স্টকে প্রভাব

এই তীব্র গরমে তাপপ্রবাহ ভোল্টাস, হ্যাভেলসের মতো শেয়ারের দাম বাড়লেও, কৃষি খাতের সঙ্গে যুক্ত স্টকগুলো কিন্তু প্রভাবিত হতে পারে। কৃষি খাতের সঙ্গে যুক্ত শেয়ারে রিটার্ন নেতিবাচক হতে পারে। সূত্র: এখনই সময়, ভারত।

শেয়ারনিউজ, ০৬ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে