ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

আচমকা বিদ্যুতের ঝলকানি, ভূমিকম্পে দুলছে স্ট্যাচু অফ লিবার্টি!

২০২৪ এপ্রিল ০৬ ১৪:১৪:৪৭
আচমকা বিদ্যুতের ঝলকানি, ভূমিকম্পে দুলছে স্ট্যাচু অফ লিবার্টি!

প্রবাস ডেস্ক : স্ট্যাচু অফ লিবার্টিতে বিদ্যুতের ঝালকানি। মুহূর্তে কেঁপে উঠল মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত এই স্থাপত্য। নিউইয়র্কে জোরাল ভূমিকম্পের ঠিক আগেই এমন দৃশ্য দেখা গেছে আমেরিকায়।

পর্যটকদের কেউ কেউ তা ক্যামেরাবন্দিও করেছেন। কেউ আবার থ হয়ে গেছেন। আতঙ্কও গ্রাস করেছে আমেরিকাবাসীর মনে। ইতিমধ্যেই সেই আলোর ঝলকানির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

নিউইয়র্কে জোরালো ভূমিকম্প অনুভূত হয় শুক্রবার। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৮। মাত্রা উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পন তৈরি না করলেও অথবা কোনও হতাহতের ঘটনা না ঘটলেও এই ভূমিকম্প তীব্র আতঙ্ক তৈরি করেছে আমেরিকায়।

দেশের ব্যস্ততম শহরটি কখনও ভূমিকম্পে আক্রান্ত হয় না। ফলে এই ভূমিকম্পটি নিউইয়র্ক সিটির উচ্চভূমিতে রাতারাতি চাঞ্চল্য সৃষ্টি করেছে। আর তার ঠিক ৪৮ ঘণ্টা আগে স্ট্যাচু অফ লিবার্টিতে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভাইরাল ভিডিওতে শতাব্দী প্রাচীন ধাতব কাঠামোতে বজ্রপাত হতে দেখা গেছে। তারপর ভূমিকম্পের সময় স্ট্যাচু অফ লিবার্টি কেঁপে ওঠে। মূর্তির মাথায় লাগানো একটি ক্যামেরা বজ্রপাত ও কাঁপানোর মুহূর্তও ধরেছে।

স্ট্যাচু অফ লিবার্টির হাতে ধরা টর্চেই গা থেকেই আলোর ঝলকানি দেখা যায়। যা দেখে মনে হয় মূর্তিটির হাতে ধরা টর্চ থেকেও যেন কোনও জ্যোতি বের হচ্ছে। ক্যামেরাবন্দি সেই মুহুর্ত দেখে অবাক আমেরিকাবাসী। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।

প্রসঙ্গত, সেদিন নিউইয়র্কে বড় ধরনের বিপর্যয় ঘটে। দিনভর তুমুল বৃষ্টি হয়েছে। বজ্রঝড়ের সাথে প্রায়ই বজ্রপাত ও বজ্রপাত হয়। সেই মুহূর্তে স্ট্যাচু অফ লিবার্টিও বিদ্যুতের ঝলকানি পায়। পুরো মুহূর্তটি ক্যামেরায় বন্দী করেছেন জনপ্রিয় ফটোগ্রাফার ড্যান মার্টল্যান্ড। যা ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল।

স্ট্যাচু অফ লিবার্টিতে বজ্রপাতের মুহূর্তটি কীভাবে বন্দী করলেন? জবাবে ফটোগ্রাফার ড্যান মার্টল্যান্ড বলেন, 'আমি সাধারণত অ্যাপ থেকে আবহাওয়ার আপডেট ট্র্যাক করি।

আবহাওয়া পরিষ্কার থাকলে আমি ছবি তুলতে বের হই। এমনও হয়েছে যে, আট ঘণ্টা বাইরে থাকার পরও একটাও ভালো ছবি পাইনি। আজ মাত্র এক ঘন্টা সময় পেয়েছি। ঝড় বয়ে যাচ্ছিল খুব দ্রুত। আবহাওয়ার আপডেট দেখুন। আর নজিরবিহীন মুহূর্ত ক্যামেরায় বন্দি করুন।' সূত্র : এখনই সময়।

শেয়ারনিউজ, ০৬ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে