ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

লোকসানের পাল্লা আরও ভারি হয়েছে ৮ খাতের বিনিয়োগকারীদের

২০২৪ এপ্রিল ০৬ ১১:০৬:৪৬
লোকসানের পাল্লা আরও ভারি হয়েছে ৮ খাতের বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক : গত পাঁচ সপ্তাহ যাবত সাপ্তাহিক রিটার্নে বিনিয়োগকারীরা তাদের পোর্টফোলিতে টানা লোকসানে রয়েছে। সপ্তাহগুলোতে কদাচিত দুই-একটা খাতের শেয়ারে মুনাফায় থাকলে সিংভ খাতের শেয়ারেই লোকসান দেখা গেছে। যার কারণে ধারাবাহিক পতনের চাপে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা দিশেহারা অবস্থায় রয়েছেন।

তবে বিদায়ী সপ্তাহে (৩১ মার্চ-০৪ এপ্রিল) বাজারের চিত্র কিছুটা পরিবর্তন হয়েছে। আলোচ্য সপ্তাহে বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। তারপরও ৮ খাতের শেয়ারে আলোচ্য সপ্তাহেও পতনের ছাপ দেখা গেছে। যার কারণে খাতগুলোর শেয়ারে বিনিয়োগকারীদের লোকসানের পাল্লা আরও ভারি হয়েছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল সপ্তাহে খাতভিত্তিক রিটার্নে সবচেয়ে বেশি লোকসানে রয়েছে জীবন বিমা শেয়ারের বিনিয়োগকারীরা। সপ্তাহশেষে জীবন বিমার শেয়ারে লোকসান হয়েছে ৩ শতাংশ।

আলোচ্য সপ্তাহে খাতভিত্তিক লোকসানের দ্বিতীয় খাত হলো সিমেন্ট খাত। সিমেন্ট খাতের শেয়ারের দাম কমেছে ১.২০ শতাংশ।

লোকসানে থাকা অন্যান্য খাতগুলোর মধ্যে ভ্রমণ ও অবকাশ খাতে ১.১৬ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ডে ০.৮১ শতাংশ, পাট খাতে ০.৭৭ শতাংশ, ব্যাংক খাতে ০.২৯ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে ০.১০ শতাংশ এবং বিবিধ খাতে ০.০৪ শতাংশ শেয়ারের দাম কমেছে।

শেয়ারনিউজ, ০৬ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে