ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫
Sharenews24

জাপানে ভূমিকম্পের বড় আঘাত

২০২৪ এপ্রিল ০৪ ২২:৪৪:৩৬
জাপানে ভূমিকম্পের বড় আঘাত

প্রবাস ডেস্ক : তাইওয়ানে বিধ্বস্ত হওয়ার একদিন পর জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী এটি ছিল ৬ মাত্রার ভূমিকম্প।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) স্থানীয় সময় দুপুর সোয়া ১২টার দিকে ভূমিকম্প আঘাত হানে। এতে কেঁপে ওঠে দেশের উত্তর-পূর্বাঞ্চল। তবে সুনামির কোনো আশঙ্কা না থাকায় কোনো সতর্কতা জারি করা হয়নি।

রাজধানী টোকিও থেকেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালনাকারী সংস্থা টেপকো জানিয়েছে, ভূমিকম্পের কারণে সেখানে কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়নি।

এর আগে বুধবার সকালে তাইওয়ানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৭৩৬ জন।

নিহতদের সবাই হুয়ালিয়েন কাউন্টির বাসিন্দা, তাইওয়ানের পূর্ব উপকূলের একটি পাহাড়ি অঞ্চল যেটি ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের খবর অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দূরে।

তাইওয়ানের কর্মকর্তারা বলছেন, এটি ২৫ বছরের মধ্যে তাইওয়ানের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় বুধবার সকাল ৭টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫.৫০ কিলোমিটার গভীরে।

শেয়ারনিউজ, ০৪ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে