ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

আসছে চার কোম্পানির ডিভিডেন্ড

২০২৪ মার্চ ৩০ ২১:৪০:২৪
আসছে চার কোম্পানির ডিভিডেন্ড

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির বোর্ড সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।লঙ্কাবাংলা ফাইন্যান্স পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-একমি পেস্টিসাইডস, প্যারামাউন্ট ইন্সুরেন্স, ব্র্যাক ব্যাংক ও লঙ্কাবাংলা ফাইন্যান্স।

একমি পেস্টিসাইডস

কোম্পানিটির বোর্ড সভা ০৩ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

এর আগে গত বুধবার কোম্পানিটি ডিভিডেন্ড ঘোষণার জন্য হাইকোর্টের অনুমতি পেয়েছে। পরের দিন বৃহস্পতিবার কোম্পানিটি ডিভিডেন্ড ঘোষণার জন্য বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে।

লঙ্কাবাংলা ফাইন্যান্স

কোম্পানিটির বোর্ড সভা আগামী ৩১ মার্চ দুপুর ১টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

তবে কোম্পানিটির বোর্ড সভার সংবাদ ডিএসইর ওয়েব সাইটে পাওয়া যায়নি।

ব্র্যাক ব্যাংক

কোম্পানিটির বোর্ড সভা আগামী ০২ এপ্রিল দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

প্যারামাউন্ট ইন্সুরেন্স

কোম্পানিটির বোর্ড সভা আগামীকাল ০৩ এপ্রিল দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

শেয়ারনিউজ, ৩০ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে