ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

ওমরাহ করতে গিয়ে ১১ বছর পর হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেলেন মা

২০২৪ মার্চ ২৯ ১৬:১৩:৫২
ওমরাহ করতে গিয়ে ১১ বছর পর হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেলেন মা

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৩ সালে গৃহযুদ্ধে একজন সিরিয়ান মা তার ছোট সন্তানকে হারিয়েছিলেন। এরপর ১১ বছর কেটে গেলেও খোঁজ পাননি ছেলের। কিন্তু, শেষ পর্যন্ত ওমরাহ করতে গিয়ে তার যক্ষের ধনকে ফিরে পেলেন ওই মা।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ১১ বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধের মধ্যে যখন ভয়াবহ বোমা হামলায় গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছিল তখন নিজেদের ছোট্ট সন্তানটিকে হারিয়ে ফেলেন এক দম্পতি।

পরে বিভিন্ন জায়গায় খুঁজেও পাননি ছেলেটিকে। কিন্তু এ মাসে ওমরাহ করতে গিয়ে দেখা হয়ে যায় মা-ছেলের।

১১ বছর পর মাকে দেখে ছেলের দৌঁড়ে এসে জড়িয়ে ধরার আবেগঘন দৃশ্যের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দৃশ্যটি নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে।

গত মে মাসে প্রকাশিত সৌদি সরকারের এক পরিসংখ্যান বলছে, দেশটিতে প্রায় সাড়ে চার লাখ সিরিয়ান রয়েছে।

২০১১ সালের মার্চ মাসে শুরু হওয়া গৃহযুদ্ধের কারণে সিরিয়ার হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন।

শেয়ারনিউজ, ২৯ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে