ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

৭০ হাজার সরকারি কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা!

২০২৪ মার্চ ২৮ ১৫:৩১:০৯
৭০ হাজার সরকারি কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা!

আন্তর্জাতিক ডেস্ক : ৭০ হাজার সরকারি কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলি। আগামী কয়েক মাসের মধ্যে এ ছাঁটাই শুরু হতে পারে বলে জানা গেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মার্চ) বুয়েনস আইরেসে একটি অনুষ্ঠানে দেওয়া ভাষণে মাইলি এমনটি জানান।

অনুষ্ঠানে এই ঘোষণা ছাড়াও মাইলি গণ কর্মসূচি স্থগিত, প্রাদেশিক সরকারের কিছু ফান্ডিং বন্ধ ও প্রায় দুই লাখের বেশি সামাজিক কল্যাণ পরিকল্পনা বাতিল করার কথা জানান মাইলি। এগুলোকে তিনি দুর্নীতিগ্রস্ত প্রকল্প হিসেবে আখ্যায়িত করেন তিনি।

আর্জেন্টিনার সরকারি কর্মীর সংখ্যা প্রায় ৩৫ লাখ। দেশটি বেশ কয়েক বছর ধরেই অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত বছর দেশটির বার্ষিক মুদ্রাস্ফীতি ছিল ২১১ দশমিক ৪ শতাংশ।

চাকরি ছাঁটাইয়ের পরিকল্পনা জানানোর পর আন্দোলনে নেমেছে দেশটির শক্তিশালী শ্রমিক ইউনিয়নগুলো। মঙ্গলবার একটি ইউনিয়ন জানায়, তাদের অধীনে থাকা কিছু সরকারি কর্মী আন্দোলন শুরু করেছে।

মাইলি বিভিন্ন জরিপের বরাত দিয়ে ভাষণে বলেছেন যে, আর্জেন্টাইনরা অর্থনীতির ভবিষ্যত সম্পর্কে আশাবাদী। সরকারের কঠোরতার ব্যবস্থা সত্ত্বেও সরকারের প্রতি জনগণের আস্থা বেড়েছে। ভাষণে মাইলি বলেন, ‘জনগণ এখন সুড়ঙ্গের শেষে আলোর দেখা পাচ্ছে।’

শেয়ারনিউজ, ২৮ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে