ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে

২০২৪ মার্চ ২৪ ১৫:৪৮:১৯
খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে

নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক উষ্ণায়নের কারণে ভবিষ্যতে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি জার্মান গবেষক ও ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে৷

বৃহস্পতিবার (২১ মার্চ) গবেষণাসংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট শীর্ষক সাময়িকীতে।

নিবন্ধে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতার প্রভাব একেক জায়গায় একেক রকম হলেও তা সবখানেই প্রভাব দেখা যাবে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে এর প্রভাব পড়বে বেশি।

জলবায়ু উষ্ণ হয়ে ওঠার সঙ্গে সঙ্গে দাবদাহ, খরা ও বন্যার মতো চরম আবহাওয়া পরিস্থিতি এখন নিয়মিত ঘটনা হয়ে উঠছে। এতে কৃষি ও খাদ্য উৎপাদনসহ অর্থনীতির প্রধান খাতগুলোর ওপর প্রভাব পড়ছে।

এ গবেষণার জন্য জার্মানির পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের (পিআইকে) গবেষক ও ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে ১৯৯৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিশ্বের ১২১টি দেশের জিনিসপত্রের দাম ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করা হয়।

গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের জন্য ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে ২০৩৫ সাল পর্যন্ত বিশ্বব্যাপী প্রতিবছর ১ দশমিক ৪৯ থেকে ১ দশমিক ৭৯ শতাংশ পর্যন্ত খাদ্যের দাম বেড়ে যেতে পারে। সূত্র: এএফপি

শেয়ারনিউজ, ২৪ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে